শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

রোমানিয়ায় করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডে নিহত ১০

 ১৫ নবেম্বর, রয়টার্স : রোমানিয়ায় একটি করোনা হাসপাতালে গত শনিবার অগ্নিকাণ্ডে অন্তত ১০ ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববার বার্তা সংস্থা এই তথ্য জানিয়েছে। দেশটির কর্মকর্তারা জানান, পিয়াত্রা নিমট কাউন্টি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) প্রথমে আগুন লাগে। পরে তা আইসিইউর পাশের কক্ষে ছড়িয়ে পড়ে।

আগুন লাগার কারণ সম্পর্কে স্পষ্ট করে কিছু জানাতে পারেননি দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কর্মকর্তারা বলছেন, অগ্নিকাণ্ডের এই ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন। তাঁদের অবস্থা গুরুতর।

আহত ব্যক্তিদের মধ্যে একজন চিকিৎসকও রয়েছেন। তাঁর শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে।

রোমানিয়ার স্বাস্থ্যমন্ত্রী নেলু তাতারু বলেছেন, অগ্নিকাণ্ড থেকে বেঁচে যাওয়া ছয়জন রোগীকে আরেকটি করোনা হাসপাতালে স্থানান্তর করা হবে। আর আহত চিকিৎসককে রাজধানীর একটি হাসপাতালে স্থানান্তর করা হবে।

রোমানিয়ার স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, যে হাসপাতালটিতে আগুন লেগেছে, তারা তাদের অন্য একটি ফ্লোরে আইসিইউ চালাবে।

দেশটির সরকারি আইনজীবীরা জানিয়েছেন, হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনাটি তাঁরা তদন্ত করে দেখবেন।

২০১৫ সালের পর রোমানিয়ায় সবচেয়ে প্রাণঘাতী অগ্নিকাণ্ড এটি। ২০১৫ সালে দেশটির রাজধানী বুখারেস্টের একটি নৈশক্লাবে আগুনে ৬৫ জন নিহত হয়েছিলেন।

রোমানিয়ার বিভিন্ন হাসপাতালে বর্তমানে ১৩ হাজার করোনা রোগী চিকিৎসাধীন। তাঁদের মধ্যে ১ হাজার ১৭২ জন আইসিইউতে আছেন।

অনলাইন আপডেট

আর্কাইভ