বৃহস্পতিবার ০২ মে ২০২৪
Online Edition

স্বাগতিকদের বিপক্ষে জয়ই লক্ষ্য নেপালের

স্পোর্টস রিপোর্টার : দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে ঢাকায় আসা নেপাল ফুটবল দল অনুশীলন করছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠে। হিমালয়ের দেশের ফুটবলাররা গতকাল সোমবার ঘাম ঝরানো অনুশীলন করেছে। বাংলাদেশের তাপমাত্রা নেপালের তুলনায় বেশি হওয়ায় খাবাস-লামারা স্বস্তিতে নেই। দুটি প্রীতি ম্যাচ খেলতে আসা নেপালীদের গরমটাই যেন ভোগাচ্ছে। দলটির ফরোয়ার্ড ভারত খাবাস জানালেন তাপমাত্রা নিয়ে চিন্তার কথা। তবে তার সতীর্থ বিক্রম লামা কোনো কিছু নিয়েই অতটা চিন্তিত নন। বাংলাদেশকে সমীহ করলেও তিনি জয়ের লক্ষ্যের কথাই জানালেন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামী ১৩ ও ১৭ নবেম্বর নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত মার্চের পর এই প্রথম প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরবেন জামাল-রানারা। একই অবস্থা খাবাস-লামাদেরও। 

অনুশীলন শেষে দলটির ২৯ বছর বয়সী ফরোয়ার্ড খাবাস জানালেন, “নেপালের তুলনায় এখানকার আবহাওয়া গরম। বেশ গরম। তবে, আমরা খুবই খুশি এই দুটি প্রীতি ম্যাচ নিয়ে। মহামারির কারণে ফুটবল পিছিয়ে পড়ছিল। এই দুটি ম্যাচ আমাদেরকে উদ্বুদ্ধ করবে।” বাংলাদেশ ম্যাচ সামনে রেখে প্রস্তুতি শুরুর পর করোনা ভাইরাসের থাবায় সাত ফুটবলার ছিটকে গেছে দল থেকে। তবে নতুনদের নিয়ে আত্মবিশ্বাসী লামা। ৩১ বছর বয়সী এই মিডফিল্ডার স্বাগতিকদের সমীহ করলেও ফিরতে চান জয় নিয়ে। “বাংলাদেশকে হারানো মূল বিষয় নয়, দীর্ঘদিন পর ফুটবলে ফেরা এবং আমাদের আগের আত্মবিশ্বাস ফিরে পাওয়াটা গুরুত্বপূর্ণ। একজন ফুটবলার হিসেবে অবশ্যই আমি, আমরা যেকোনো ম্যাচ, টুর্নামেন্ট জয়ের জন্য খেলতে নামি। সবাই জিততে ভালোবাসে। আশা করি, আমরাও জিতব। তবে বাংলাদেশকে আমরা হালকাভাবে নিচ্ছি না; তাদেরকে শ্রদ্ধা করি। “কোভিডে সাত জন খেলোয়াড় আক্রান্ত হয়েছিল। তবে তাদের বদলি অনেক খেলোয়াড়ও আমাদের আছে, যারা দলকে সাহায্য করতে পারে এবং দলের প্রয়োজন মেটাতে পারে। আশা করি,সবকিছু ঠিকঠাক থাকবে।”

অনলাইন আপডেট

আর্কাইভ