বৃহস্পতিবার ০২ মে ২০২৪
Online Edition

র‌্যাশফোর্ডের হ্যাটট্রিকে ম্যানইউর গোল উৎসব

মার্কাস র্যাশফোর্ড বেঞ্চ থেকে উঠে এসে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে প্রথম হ্যাটট্রিক করলেন। মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগ গ্রুপ পর্বে আরবি লাইপজিগকে ৫-০ গোলে হারালো প্রিমিয়ার লিগ ক্লাব। কাগজে কলমে গ্রুপটিতে বেশ শক্ত লড়াইয়ের আভাস মিলেছিল। কিন্তু ইউনাইটেড এই অভিযাত্রায় দুর্দান্ত ফর্মে রয়েছে। প্যারিস সেন্ত জার্মেইর মাঠে গত সপ্তাহে ২-১ গোলে জেতার পর বুন্দেসলিগার শীর্ষ দলকে হারিয়ে গ্রুপের শীর্ষে উঠেছে ম্যানইউ। লাইপজিগ তাদের প্রথম ম্যাচ ২-০ গোলে জিতেছিল ইস্তানবুল বাসাকসেহিরের বিপক্ষে। ২১ মিনিটে চ্যাম্পিয়নস লিগে ম্যাসন গ্রিনউডের প্রথম গোলে এগিয়ে যায় ম্যানইউ। পল পগবার থ্রো বল থেকে লক্ষ্যভেদ করেন তিনি। ভিএআরে অফসাইড রিভিউর পর গোল দেওয়া হয়।একাদশে নেমে ডনি ফন বিক দৃঢ়তা দেখিয়েছেন। কিন্তু ৬৮ মিনিটে তার বদলে ব্রুনো ফের্নান্দেস মাঠে নামার পর ইউনাইটেডের খেলা পাল্টে যায়। তার পাঁচ মিনিট আগে মাঠে নামা র‌্যাশফোর্ডকে বল দেন ফের্নান্দেস। দুর্দান্ত শটে লাইপজিগ গোলকিপার পিটার গুলাকসিকে ৭৪ মিনিটে পরাস্ত করেন ইংলিশ ফরোয়ার্ড। চার মিনিট পর আরেকটি বুলেট গতির শটে স্কোর ৩-০ করেন র্যাশফোর্ড। ২২ বছর বয়সী এই ফরোয়ার্ড নির্ধারিত সময় শেষ হওয়ার তিন মিনিট আগে পেনাল্টি থেকে ইউনাইটেডের প্রথম হ্যাটট্রিকের সুযোগ পেয়েছিলেন। কিন্তু স্পট কিক তিনি না নিয়ে অ্যান্থনি মার্শালকে মৌসুমের প্রথম গোল করার সুযোগ করে দেন।এদিনসন কাভানির শেষ দিকের একটি অফসাইডে বাতিল হওয়ার পর র্যাশফোর্ড যোগ করা সময়ে হ্যাটট্রিক করেন, তাকে গোল বানিয়ে দেন মার্শাল। ১৯৯৯ সালের পর প্রথম ম্যানইউ খেলোয়াড় হিসেবে বেঞ্চ থেকে উঠে এসে হ্যাটট্রিক করলেন র্যাশফোর্ড। এই জয়ে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষে ম্যানইউ। ইন্টারনেট

 

অনলাইন আপডেট

আর্কাইভ