শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

রোনালদোর সঙ্গে লড়াই আজীবন থাকবে- মেসি

আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে ১৩ অক্টোবর প্রথমবারের মতো করোনা ধরা পড়ে ক্রিস্টিয়ানো রোনালদোর। যার ফলে চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচে ক্লাব জুভেন্টাসের হয়ে নামতে পারেননি রোনালদো। দ্বিতীয়বারের মতো ২২ অক্টোবর আবার করোনা পজিটিভ ধরা পড়ে এই পর্তুগিজ সুপারস্টারের। ফলে ২৮ অক্টোবর বার্সেলোনার বিপক্ষে মাঠে নামা নিয়ে রয়েছে সংশয়। তবে বার্সা অধিনায়ক এবং রোনালদোর চিরপ্রতিদ্বন্ধ লিওনেল মেসি চাইছেন দ্রুতই সুস্থ হয়ে উঠুক সাবেক রিয়াল তারকা। মেসি জুভেন্টাসের বিপক্ষে ম্যাচে রোনালদোর খেলার আশাও করেছেন। বার্সার বিপক্ষে মাঠে নামতে হলে অবশ্য রোনালদোকে ন্যূনতম এক দিন আগে হলেও করোনা  নেগেটিভ হতে হবে। রোনালদো সেই ম্যাচে মাঠে নামতে পারলে গত দুই মৌসুমের মধ্যে প্রথম সাক্ষাৎ হবে এই দুই মহারথীর। রোনালদো রিয়াল ছাড়ার পর থেকে মেসির বিপক্ষে মাঠে নামা হয়নি রোনালদোর। ইংল্যান্ডভিত্তিক ব্রডকাস্টিং প্রতিষ্ঠান ডিএজেএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি অবশ্য এল ক্লাসিকোর কথাও টেনে এনেছেন। রোনালদোর বিপক্ষে  খেলা স্পেশাল জানিয়ে মেসি বলেন,‘অবশ্যই! ক্রিস্টিয়ানো যখন রিয়াল মাদ্রিদের হয়ে  খেলতো, তখন ম্যাচগুলো স্পেশাল ছিল। তাদের বিপক্ষে ম্যাচ বরাবরই স্পেশাল। তবে সাথে ক্রিস্টিয়ানো থাকলে ম্যাচের পরিবেশ-পরিস্থিতি পুরোপুরি বদলে যায়।’ মেসি আরও  যোগ করেন,‘এল ক্লাসিকোর লড়াই এখন অতীত। আমরা সবাই এখন সামনের দিনের কথা ভাবি, নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হই। বুধবার (২৮ অক্টোবর) তেমনই একটা চ্যালেঞ্জের সামনে মুখোমুখি আমরা। ইন্টারনেট

অনলাইন আপডেট

আর্কাইভ