ঢাকা,মঙ্গলবার 19 March 2024, ৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

দৈনিক শনাক্তে আবার শীর্ষে যুক্তরাষ্ট্র

সংগ্রাম অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আগামী ৩ নভেম্বর। সেই নির্বাচনকে কেন্দ্র করে যতোই কোলাহল বাড়ছে, ততোই বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। মাস তিনেক পর ভারতকে ছাড়িয়ে আবারও শীর্ষ স্থানে চলে এসেছে।

ওয়ার্ল্ডোমিটার বলছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে সর্বোচ্চ সংখ্যক ভাইরাস শনাক্ত হয়েছে ৬১ হাজার ৪২৯ জন। মারা গেছে ৯১৭ জন।

আগেরদিনও দৈনিক বিচারে সর্বোচ্চ শনাক্ত ছিলো ৫৮ হাজার এবং মৃত্যু ৪৫২ জন।

গত ৩ মাস ধরে দৈনিক সর্বোচ্চ করোনা শনাক্ত ছিলো ভারতে। তবে গত ২৪ ঘণ্টায় সেদেশে আক্রান্ত শনাক্ত ৫৪ হাজার ৪২২ জন। গত দু’দিন ধরে ফের যুক্তরাষ্ট্রে আক্রান্তের হার বাড়ছে।

যুক্তরাষ্ট্র বিশ্বের শীর্ষ আক্রান্ত দেশ। এরই মধ্যে শনাক্ত হয়েছে ৮৫ লাখ ৫৮ হাজার ৮৭৮ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৩২ জন।

এদিকে শীতের প্রকোপ বাড়তে থাকায় ভাইরাসের হুমকি ফিরেছে ইউরোপের দেশগুলোতে৷ যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ড সহ অনেক দেশ পুরোপুরি কিংবা আংশিল লকডাউনে ঘোষণা করছে।

গত ২৪ ঘণ্টা সারাবিশ্বে ভাইরাস আক্রান্ত হয়েছে ৩ লাখ ৮১ হাজার ১৭০ জন এবং মারা গেছে ৬ হাজার ১৪১ জন।

বিশ্বব্যাপী মোট করোনা আক্রান্ত হয়েছে ৪ কোটি ১০ লাখ ২৯ হাজার ২৮৯ জন। মৃত্যু হয়েছে ১১ লাখ ২৯ হাকার ৪৯২ জন।

অনলাইন আপডেট

আর্কাইভ