বৃহস্পতিবার ০২ মে ২০২৪
Online Edition

বাংলাদেশ জামায়াতে ইসলামী গোবিন্দগঞ্জ উপজেলার উদ্যোগে বানভাসী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

 

গাইবান্ধা সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী গোবিন্দগঞ্জ উপজেলার উদ্যেগে স্থানীয় বড়দহ দাখিল মাদরাসা মাঠে শতাধীক বানভাসী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এান সামগ্রী বিতরণ করেন জেলা জামায়াতের আমীর ডাঃ আব্দুর রহিম সরকার। হরিরামপুর ইউনিয়নের আমীর ফয়জুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অননান্যদের মধ্যে বকতব্য দেন উপজেলা আমীর মাওলানা আব্দুল বারী, নায়েবে আমীর আবুল কালাম আযাদ, সেক্রেটারি আশরাফুল ইসলাম, সহসেক্রেটারি মশিয়ার রহমান, মাওলানা আনিসুর রহমান ও অননান্য নেতৃবৃন্দ। ত্রাণ সামগ্রীর মধ্যে চাউল, ডাল, আলু ও সোয়াবিন তেল ছিল। 

গাইবান্ধায় মাদক ব্যবসায়ির ১০ বছর কারাদ- : শহরে সবুজপাড়া এলাকার সাদ্দাম হোসেন (২৭) নামের এক মাদক ব্যবসায়ির ১০ বছরের কারাদ- ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদ-ের রায় দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। গতকাল বুধবার সিনিয়র জেলা ও দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক ওই রায় দেন। সাদ্দাম হোসেন শহরের সবুজপাড়া (সান্দার পাড়া)র শহিদুল ইসলামের পূত্র। মামলার বিবরণে জানা গেছে, ২০১৮ সালের ৪মার্চ গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল শহরের সবুজপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১১পিচ ইয়াবাসহ সাদ্দাম হোসেনকে আটক করেন। সাদ্দাম দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা চালিয়ে আসছিল। গাইবান্ধা জজ আদালতের পিপি মোঃ শফিকুল ইসলাম শফিক জানান, অভিযুক্ত সাদ্দাম হোসেনকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ