বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

মাওলানা আদিল খানের হত্যা ভারতীয় ষড়যন্ত্র --ইমরান খান

 ১২ অক্টোবর, জিয়ো নিউজ উর্দু : পাকিস্তানের প্রখ্যাত ধর্মীয় ব্যক্তিত্ব মাওলানা ড. আদিল খানকে নির্মমভাবে হত্যার ঘটনাকে ‘নিন্দনীয়’ এবং ‘কিলিং টার্গেট’ হিসেবে আখ্যা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানে আলেমদের ওপর ধারাবাহিক হামলা ও হত্যাকাণ্ডকে ভারতীয় ষড়যন্ত্র আখ্যায়িত করেছেন তিনি। যদিও ইমরান খানের এমন বক্তব্যে সন্তুষ্ট নন দেশটির আলেমরা। এক টুইট বার্তায় ইমরান খান বলেন, আমি বারবার বলেছি, ভারত গত তিন মাস ধরে শিয়া ও সুন্নি আলেমদের হত্যা করে দেশজুড়ে সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দেয়ার চেষ্টা করছে।

গত কয়েক মাসে আমরা এ জাতীয় বহু প্রচেষ্টা ব্যর্থ করেছি। আমাদের গোয়েন্দা সংস্থা এবং আইন প্রয়োগকারী সংস্থা এই খুনিদের গ্রেফতার করবে।

পাকিস্তানকে অস্থিতিশীল করতে ভারতের এই ষড়যন্ত্রকে ব্যর্থ করতে সব সম্প্রদায়ের আলেমদের প্রতি আহ্বান জানিয়েছেন ইমরান খান।

পাকিস্তানে সুন্নি ও দেওবন্দপন্থী আলেমদের টার্গেট করে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা নতুন নয়। গত কয়েক দশকে দেশটিতে অসংখ্য আলেম আততায়ীর গুলিতে নিহত হয়েছেন।

অনলাইন আপডেট

আর্কাইভ