বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

সারা দেশে ধর্ষণের প্রতিবাদ ও বিচারের দাবিতে মৌলভীবাজারে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

সিলেট এমসি কলেজে ছাত্রলীগ কর্তৃক গণধর্ষণ ও নোয়াখালীতে বিবস্ত্র করে নারীর ওপর বর্বর নির্যাতনসহ দেশব্যাপী সকল ধর্ষণের ঘটনার প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাকার বিক্ষোভ মিছিল

এমসি কলেজে ছাত্রলীগের গণধর্ষণ ও নোয়াখালীতে বিবস্ত্র করে নারী নির্যাতনসহ দেশব্যাপী সকল ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবীতে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখা।
গত ৬ অক্টোবর মঙ্গলবার সকালে শহরের সিলেট রোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার সভাপতি মিছবাহউল হাসান।
এসময় তিনি বলেন, সরকারের বিচারহীনতা ও সরাসরি প্রশ্রয়ে ধর্ষণের মত ঘৃণ্য কাজ নির্বিঘ্নে করে যাচ্ছে নরপিশাচরা। আর এসব অপকর্মে বেশির ভাগ ছাত্রলীগ ও দলীয় সন্ত্রাসীরা জড়িত থাকার কারণে সরকার এমন জঘন্য বিষয়গুলো এড়িয়ে গেছে। এখন পর্যন্ত কোন ঘটনারই সুষ্ঠু বিচার হয়নি। ফলে উৎসাহ পেয়ে নরপিশাচদের লোমহর্ষক অপকর্ম বেড়েই চলেছে। সারাদেশেই ধর্ষণকে মহামারিতে রূপ নিয়েছে। যা গোটা জাতিকে আতঙ্কিত করে তুলেছে। শিশু, তরুণী, শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা গভীর শঙ্কায় দিন যাপন করছে। চরম বিচারহীনতা আজকের এই ভয়াবহ পরিস্থিতির জন্য দায়ী। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, রাস্তাঘাটসহ কোনো জনপদেই যেন আজ নারীরা নিরাপদ নয়। ধর্ষণের ধরণ এবং মাত্রা আইয়্যামে জাহেলিয়াতকেও হার মানাচ্ছে। এটা কোনো সভ্য সমাজ বা দেশের চিত্র হতে পারে না।
মিছিল ও সমাবেশে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ