শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

সভাপতিবিহীন সমন্বয় পরিষদের ২৪ দফা নির্বাচনী ইশতেহার

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে। চলছে শেষ মুহূর্তের প্রচার-প্রচারণা। কাউন্সিলাররা গতকাল থেকেই প্যান প্যাসেফিক সোনারগাঁও হোটেলে থাকতে শুরু করেছে। এই হোটেলেই শনিবার ভোট অনুষ্ঠিত হবে। বাফুফে বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন পূর্ণ প্যানেলে নির্বাচন করলেও তার প্রতিপক্ষরা পূর্ণ প্যানেল করতে পারেননি। বাফুফে নির্বাচনে দুই সভাপতি প্রার্থী আগেই নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। সম্মিলিত পরিষদ থেকে বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম মানিক নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার ‘সভাপতিবিহীন’ সমন্বয় পরিষদ ২৪ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে।

গতকাল স্থানীয় এক হোটেলে ঘোষণা করা ১৯ সদস্যের প্যানেলে সভাপতি ছাড়াও নেই একজন সহ-সভাপতি প্রার্থী। বাকি সব পদে প্রার্থী দিয়েছে শেখ মোহাম্মদ আসলাম-মহিউদ্দিন মহিদের গড়া সমন্বয় পরিষদ। সভাপতি ছাড়া প্যানেল দেয়ার কারণ ব্যাখ্যায় সহ-সভাপতি প্রার্থী মহিউদ্দিন মহি বলেছেন, ‘আমরা সভাপতি পদটি খালি রেখেছি। কাউকে সমর্থন করছি না। আমরা মনে করি, নির্বাচনে যদি সংখ্যাগরিষ্ঠ আসতে পারি তাহলে কাজ করার সুযোগ থাকবে। তখন সভাপতি এককভাবে কিছু করতে পারবে না। তাই আমরা এখানে সভাপতি পদটি উন্মুক্ত রেখেছি। ১৯ জনের বাইরে আমাদের কোনো প্রার্থী নেই।’ তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখযোগ্য হিসেবে আছেÑ ১২ বছর মেয়াদী কর্মপরিকল্পনা প্রণয়ন করা, জেলা ও উপজেলায় লিগ আয়োজন, বয়সভিত্তিক ফুটবল নিয়মিত করা, সোহরাওয়ার্দী ও শেরেবাংলা কাপ আয়োজন এবং পেশাদার ফুটবল লিগকে ঢেলে সাজানো। সমন্বয় পরিষদের প্রতিশ্রুতি প্রতিটি জেলায় স্থানীয় লিগ সেরাদের নিয়ে শহীদ শেখ রাসেলের নামে জাতীয় ক্লাব চ্যাম্পিয়নশিপ আয়োজনের। এছাড়া আন্তঃস্কুল ও কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে প্রতিযোগিতার কথাও উল্লেখ আছে ইশতেহারে। আরও রয়েছে সারা দেশের ক্লাবগুলোকে আর্থিক সাহায্য, অফিস ও করপোরেট লিগ আয়োজন, জাতীয় দলের জন্য ৪, ৮ ও ১২ বছর মেয়াদি বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন, ফিফা র‌্যাঙ্কিংয়ে উন্নতি ও খেলোয়াড়দের ইন্স্যুরেন্স পলিসির মধ্যে আনা। এই প্যানেলের লক্ষ্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় আগামী চার বছরের মধ্যে বাংলাদেশকে শিরোপা প্রত্যাশী দল হিসেবে গড়ে তোলা, যেখানে মূল লক্ষ্য থাকবে সাফ ফুটবলে সাফল্য। এছাড়া ভালো দল নিয়ে বঙ্গবন্ধু ও শেখ কামাল আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজন করতে চান তারা। মেয়েদের ফুটবল লিগ নিয়েও রয়েছে আলাদা পরিকল্পনা। বয়সভিত্তিক দল ও জাতীয় দল আলাদা করে গঠনের উদ্যোগের পাশাপাশি জিম স্থাপন ও প্রতি বছর বার্ষিক সাধারণ সভা করে সবকিছু সবাইকে জানানোর কথা বলা হয়েছে। সিনিয়র সহ-সভাপতি প্রার্থী শেখ মোহাম্মদ আসলাম তাদের প্যানেল নিয়ে আশাবাদী, ‘আমাদের প্যানেলে যারা আছেন তারা পরীক্ষিত সৈনিক। জেলা-বিভাগ ও ক্লাবের প্রতিনিধিরা আছেন। আগেও তারা পাস করে এসেছেন। এবারও আশা করছি জিতবেন।’

অনলাইন আপডেট

আর্কাইভ