শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

সমর্থকদের উপস্থিতির বিপক্ষে ভোট দিল ব্রাজিলিয়ান ক্লাব

সমর্থকদের মাঠে ফিরে আসার বিপক্ষে সহমত পোষন করে ভোট দিয়েছে ব্রাজিলের প্রথম বিভাগের ক্লাবগুলা। এর আগে দেশটির স্বাস্থ্যমন্ত্রী দেশজুড়ে স্টেডিয়ামগুলোর ধারণক্ষমতার ৩০ শতাংশ সমর্থকের উপস্থিতির অনুমতি দিয়েছিল। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে তারাও ক্লাবগুলোর পক্ষেই মত দিয়েছেন।বিবৃতিতে আরো বলা হয়েছে , করোনার বর্তমান পরিস্থিতিতে প্রত্যেকের স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ক্লাবগুরোর সাথে আগামী দুই সপ্তাহ পর বিষয়টি নিয়ে আবারো আলোচনায় বসবে সিবিএফ। শনিবারের সভায় শুধুমাত্র ফ্লামেঙ্গো তাদের কোন প্রতিনিধি প্রেরণ করেনি। এছাড়া বাকি ১৯টি দলই সমর্থকদের উপস্থিতির বিষয়ে একসাথে নেতিবাচক মনোভাব পোষণ করেছে।এর মাত্র চারদিন আগে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় এ ব্যপারে সবুজ সঙ্কেত দিয়েছিল। তাদের প্রস্তাব অনুযায়ী রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে প্রায় ২৫ হাজার দর্শকের উপস্থিতির অনুমতি মিলেছে। কিন্তু পুরো ব্রাজিল জুড়েই এই সিদ্ধান্তের তীব্র সমলোচনা শুরু হয়েছিল। দক্ষিণ আমেরিকার এই দেশটিতে কোভিড-১৯’এ আক্রান্ত হয়ে এখনো পর্যন্ত ১ লাখ ৪০ হাজার মানুষের মৃত্যু হয়েছে, যুক্তরাষ্ট্রের পর যা দ্বিতীয় সর্বোচ্চ। ইন্টারনেট

অনলাইন আপডেট

আর্কাইভ