শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

খুলনায় কুরিয়ার সার্ভিস চার্জে অনিয়ম

খুলনা অফিস : দেশের প্রথম সারির কুরিয়ার, যাদের প্রায় সব জেলায় সেবা দিয়ে থাকে, এমন কুরিয়ার সার্ভিসগুলো অহেতুক বাড়তি চার্জ করছে। করোনা ভাইরাসের কারণে মানুষ যখন বেশিরভাগ ক্ষেত্রে অনলাইনে কেনাকাটা শুরু করেছে, সেই সুযোগে কুরিয়ার সার্ভিসগুলো ইচ্ছা মতো তাদের রেট বাড়িয়ে দিয়েছে। খুলনার ‘খাসা-অর্গানিক’ পণ্যের স্বত্বাধিকারী ও ‘আমরা তরুণ’ উদ্যোক্তা গ্রুপে অ্যাডমিন হেলাল হোসেন বলেন, ‘এখন কুরিয়ারে একটি পিন পাঠাতেও ১০০ টাকা চার্জ দিতে হয়। সুন্দরবন, এস এ পরিবহন, কন্টিনেন্টালসহ বেশ কিছু কুরিয়ার মধু, তেল ও অনেক পণ্য নেয় না। তাদের কোনো সিটিজেন চার্টার নেই। পণ্য দেখে ইচ্ছা মতো রেট নির্ধারণ করে। অনেক সময় কুরিয়ারে পণ্য খেয়ে ফেলা, প্যাকেট খুলে পণ্য চুরির ঘটনাও ঘটছে। সরকারি ডাক বিভাগ যদি সব পণ্য পরিবহণ করতো, তাহলে আমাদের সুবিধা হতো। আমরা সহনীয় চার্জে নিরাপত্তার সঙ্গে পণ্য পরিবহনের নিয়শ্চতা চাই।’

অনলাইন আপডেট

আর্কাইভ