বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

৯টি প্রতিষ্ঠানকে ৩৭ হাজার টাকা জরিমানা আদায়

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌস  এর নেতৃত্বে গতকাল মংগলবার দুপুরে চট্টগ্রাম মহানগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানকালে নগরীর কোতোয়ালী থানাধীন লাভলেইন মোড় হতে এনায়েত বাজার মোড় পর্যন্ত জুবিলী রোডের উভয় পার্শ্বের প্রায় ৩০টির মতো ব্যবসা প্রতিষ্ঠান অবৈধ ভাবে ফুটপাত দখল করে দোকানের অংশ বর্ধিত করে ও দোকানের সামনে ফুটপাতে মালামাল স্তুপ করায় জনদূর্ভোগ সৃষ্টি হয়। অভিযানে দোকানের বর্ধিত অংশ উচ্ছেদ ও মালামাল অপসারণ করা হয় একই সাথে ৯টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৭০০০/- (সাইত্রিশ হাজার ) টাকা জরিমানা করা হয়। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী  ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটদ্বয়কে সহায়তা প্রদান করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ