শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

নাটোরে ৩ শ ৭৫ মণ ভেজাল গুড় জব্দ ও দুই লক্ষ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত

নাটোর সংবাদদাতা: নাটোরের লালপুর উপজেলার বালিতিতার ইসলামপুর এলাকা থেকে ভেজাল গুড় তৈরীর বিভিন্ন ক্যামিকেলসহ মোঃ মোস্তাক বিশ্বাস (৩৩)কে ৩শ ৭৫মণ ভেজাল গুড়সহ আটক ও দুই লক্ষ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। আটককৃত মোস্তাক বিশ্বাস উপজেলার বালিতিতার ইসলামপুর এলাকার মোঃ জমির উদ্দিন বিশ্বাসের ছেলে। র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল সাড়ে সাতটার সময় লালপুর উপজেলার বালিতিতার ইসলামপুর এলাকায়  অভিযান চালিয়ে ৩শত ৭৫ মণ ভেজাল গুড়, ৫ মণ চিনি, ২০ কেজি ময়দা,৫ কেজি ফিটকারী, ৩ লিটার রং ও ৩১৬ টি গুড় রাখার টিনসহ মোস্তাক বিশ্বাস (৩৩)কে আটক করা হয়। এবং ভেজাল গুড় তৈরীর অপরাধে তাকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের নির্দেশে সমস্ত জব্দকৃত সামগ্রী ধ্বংস করা হয়েছে। শুধু চিনি নিলামে বিক্রয়ের জন্য সংরক্ষনে রাখা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন লালপুর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাম্মী আক্তার। অভিযানে নেতৃত্ব দেন নাটোর র‌্যাব-৫ এর কোম্পানী কমান্ডা এএসপি মোঃ রাজিবুল আহসান।

অনলাইন আপডেট

আর্কাইভ