শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

আল্লামা শাহ আহমদ শফীর ইন্তিকালে চট্টগ্রাম সম্মিলিত ওলামা-মাশায়েখ পরিষদ নেতৃবৃন্দের শোক

দেশের প্রবীণ শীর্ষ আলেমে দ্বীন, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সদ্য সাবেক মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে চট্টগ্রাম সম্মিলিত ওলামা-মাশায়েখ পরিষদ নেতৃবৃন্দ এক শোক বাণী প্রদান করেন। 

শোক বাণীতে চট্টগ্রামের সম্মিলিত ওলামা-মাশায়েখ পরিষদ নেতৃবৃন্দ বলেন, তিনি দীর্ঘদিন হাটহাজারী মাদরাসার মাধ্যমে দ্বীনের প্রচার প্রসারে ভূমিকা পালন করেছেন। বহু মসজিদ, মাদরাসার ও চিকিৎসা সেবাসহ সাধারণ মানুষের খেদমত করেছেন। নেতৃবৃন্দ বলেন, আমরা তাঁর রুহের মাগফেরাত কামনা করছি এবং শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তায়ালা যেন তাঁর নেক আমলগুলো কবুল করে তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন সেই দোয়া করছি।   শোকবাণীদাতা চট্টগ্রাম সম্মিলিত ওলামা-মাশায়েখ নেতৃবৃন্দ হলেন, পরিষদের সভাপতি ডক্টর প্রফেসর অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আবু নোমান, সেক্রেটারী প্রফেসর ড: মাওলানা হেলাল উদ্দিন মুহাম্মদ নোমান, ড: প্রফেসর এ.টি.এম.তাহের, হযরত মাওলানা মুনিরুল মান্নান, হযরত মাওলানা মামুনুর রশিদ নূরী, মুহাদ্দিস হযরত মাওলানা আহমদুর রহমান, অধ্যাপক মাওলানা লিয়াকত আখতার ছিদ্দিকী, অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হক, হযরত মাওলানা আনোয়ার হোসাইন, অধ্যক্ষ হযরত মাওলানা হাফিজুল হক, আল্লামা জসিম উদ্দিন, মুফ্তি হাফেজ মাওলানা মুহাম্মদ ইসহাক, মাওলানা মীম ছিদ্দিক উল্লাহ ফারুকী, মাওলানা এ.বি.এম.ছিদ্দিকুল্লাহ্, অধ্যক্ষ মিয়া মুহাম্মদ হোসাইন শরীফ প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি

অনলাইন আপডেট

আর্কাইভ