শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

মিরপুর একাডেমিতে আইসোলেশনে ১১ ক্রিকেটার

স্পোর্টস রিপোর্টার : শ্রীলংকা সফরকে সামনে রেখে গত বৃহস্পতিবার ২৭ ক্রিকেটারকে নিয়ে দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ডাক পাওয়া ক্রিকেটারদের নিয়ে গতকাল দুপুর থেকে শুরু হয়েছে জাতীয় দলের স্কিল ট্রেনিং। তবে গতকাল প্রথম দিনের ট্রেনিংয়ে ছিলেন না ১১ ক্রিকেটার। স্কিল ট্রেনিংয়ের জন্য ডাক পাওয়া ক্রিকেটারদের মধ্যে দুইজনের করোনা উপসর্গ রয়েছে। তাদের সংস্পর্শে এসেছেন নয় ক্রিকেটার। এজন্য ১১ ক্রিকেটারকে একাডেমিতে আইসোলেশনে রাখা হয়েছে। মিরপুর হোম অব ক্রিকেটে যারা ঐচ্ছিক অনুশীলন করেছেন তারা-ই গতকালই অনুশীলনে ছিলেন। ১৬ ক্রিকেটারের তালিকায় রয়েছেন মুশফিক, মাহমুদউল্লাহ, তামিম ও মিরাজরা। কোচ রাসেল ডমিঙ্গো, ফিল্ডিং কোচ রায়ান কুক, বোলিং কোচ ওটিস গিবসনরা ক্রিকেটারদের পরখ করেছেন। 

প্রত্যেকেই ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছেন। ক্যাম্পে যোগ দেয়ার জন্য ঢাকার বাইরে থেকে এসেছেন ১১ ক্রিকেটার। প্রত্যেকেই উঠেছেন মিরপুরের একাডেমিতে। করোনা পরীক্ষায় প্রত্যেকে নেগেটিভ আসলেও দুইজনের করোনা উপসর্গ করেছে। তাদের সংস্পর্শে ছিলেন বাকি নয়জন। বাড়তি সুরক্ষার কথা চিন্তা করে প্রত্যেককে আইসোলেশনে রাখা হয়েছে। আজ সোমবার ২৭ ক্রিকেটার, কোচিং ও সাপোর্টিং স্টাফদের করোনা পরীক্ষা করানো হবে। সেখানে নেগেটিভ আসলে সেই ১১ ক্রিকেটার যোগ দিতে পারবেন অনুশীলনে। বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম বলেন,‘ক্রিকেটার, কোচিং স্টাফদের সবাই করোনানেগেটিভ। সেখানে দুইজনের উপসর্গ থাকায় তাদের আইসোলেশনে রাখা হয়েছে। তাদের সংস্পর্শে আসা বাকিদেরও বাড়তি সতর্কতার জন্য আলাদা রাখা হয়েছে। করোনা পরীক্ষার পর প্রত্যেকে দলের সঙ্গে যোগ দিতে পারবেন।’ গতকাল সকালে তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ হোটেল সোনারগাঁওয়ে চেক-ইন করে। বাকিরা অনুশীলন শেষে হোটেলে যোগ দেন। এখানে জাতীয় দলের সবাই আইসোলেশনে থাকবেন। হোটেলের ভেতরে তাদের চলাফেরা থাকবে সীমিত। দুইটি ফ্লোর বাংলাদেশ দলের জন্য আলাদা করা হয়েছে।  হোটেলের নির্দিষ্ট করা ক্লিনার ও বয় থাকবে আইসোলেশন জোনে। সেখান  থেকে তারা নিচে নামা বা অন্য কোনো ফ্লোরে যেতে পারবে না। হোটেলের অন্য কেউ ওই দুই ফ্লোরে প্রবেশ করতে পারবে না। এ ছাড়াও হোটেলের একটা লিফট এবং দুটি ডাইনিং আইসোলেশন করা হয়েছে। জাতীয় দলের সঙ্গে কাজের সূত্রে যারা জড়িত প্রত্যেকে করোনা পরীক্ষা করানো হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ