বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

উল্লাপাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ঘি সরিষার তেল উৎপাদনে ৫ অসাধু ব্যবসায়ীকে জরিমানা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ঘি, সরিষার তৈল উৎপাদনে ৫ অসাধু ব্যবসায়ীকে জরিমানা।

ভ্রাম্যমাণ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে ঘি এবং  সরিষার তৈল উৎপাদনে ৫ অসাধু ব্যবসায়ীকে ১লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে স্পেশাল কোম্পানী র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর কোম্পানী কমান্ডার এএসপি মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন এর নেতৃত্বে উল্লাপাড়া থানাধীন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে বিএসটিআই এর অনুমোদন ব্যতিত এবং অস্বাস্থ্যকর পরিবেশে ঘি এবং সরিষার তৈল উৎপাদনের দায়ে ৫ জন অসাধু ব্যবসায়ীকে সর্বমোট ১ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা প্রদান করেন। জরিমানাকৃত অসৎ ব্যবসায়ীরা হলেন, উল্লাপাড়া উপজেলার মৃত আব্দুল আলীর ছেলে মোঃ মুকুল হোসেন (৫০), মৃত ফরাজ প্রামানিকের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (৪০), মৃত জয়নাল আলীর ছেলে নুর মোহাম্মদ (৬০), মোঃ শাহজাহান আলীর ছেলে আকমল হোসেন (৬০), জাকের আলীর ছেলে মোঃ শহিদুল ইসলাম। পরবর্তীতে তাদের নিকট হইতে জরিমানা আদায়পূর্বক খালাস প্রদান করা হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ