শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় মোংলা উপজেলা চত্বর

সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় মোংলা উপজেলা পরিষদ

মোঃ আনিসুর রহমান (বাগেরহাট): সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় মোংলা উপজেলা পরিষদ চত্বর।দূর্ভোগে পড়তে উপজেলায় সেবা নিতে আসা সাধারণ জনগণের।পাম্ফ দিয়ে পানি সরবরাহ করা হলেও সমস্যার সমাধান হচ্ছে না দীর্ঘদিন যাবত।এদিকে কয়েকদিনে ধরে টানা বৃষ্টিতে মোংলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করার পাশাপাশি সড়কে পথনচলাচলে স্থানীয় জনসাধারনকে। পৌরশহরের বিভিন্ন এলাকার অনেক রাস্তায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে স্বাভাবিক জোয়ারের তুলনায় ৃকোথাও কোথাও দুই থেকে তিন ফুট পানি বৃদ্ধি পাওয়ায় মোংলা নদীর ফেরিঘাটসহ আশপাশের নিচু এলাকা তলিয়ে গেছে। পানি বাড়ায় ফেরিঘাটের পন্টুন ও রাস্তা তলিয়ে যাওয়ায় ফেরি ভিড়তে এবং যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। জোয়ারের সময় ঝুঁকি নিয়ে চলছে ফেরি ও যানবাহন।

অনলাইন আপডেট

আর্কাইভ