বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

কলম্বিয়ায় সহিংসতায় প্রাণ হারালেন ১৭ জন

২৩ আগস্ট, রয়টার্স : নারিনো, ককা ও আরুকা প্রদেশে মাদক পাচারকারী, সন্ত্রাসী গোষ্ঠী ও ফার্ক গেলিরারা শনিবার তিনটি হামলা চালায় বলে পুলিশ দাবি করেছে। আকুয়া প্রদেশে পাঁচজন এবং অপর দুটি স্থানে ছয়জন করে মারা গেছে। সেনাবাহিনীর হারকিউলেস টাস্ক ফোর্সের কমান্ডার জেনারেল নাইরো মার্টিনেস বলেন, হামলাগুলো সংগঠনের কারণে নাকি পারিবারিক দ্বন্দ্বে ঘটেছে, তা জানা যায়নি। টুইটারে প্রেসিডেন্ট ইভান ডুকুয়েল হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, মাদক পাচারকারী ও সন্ত্রাসীদের হামলায় এ মানুষগুলো খুন হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের আমেরিকার পরিচালক জোসে মিগুয়েল ভিভানকো হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, নিরাপত্তা পরিস্থিতির মারাত্মক অবনতি হচ্ছে। নারিনো প্রদেশে এক সপ্তাহ আগে মাদক পাচারকারীরা ৮ জনকে গুলি করে হত্যা করেছে। ১১ আগস্ট কালি শহরে অন্য একটি হামলায় প্রাণ গেছে ৫ জনের। মাদক পাচারকারীরা কলম্বিয়ার অভ্যন্তরীণ সহিংসতায় মদদ যোগায়। এ কারণে কয়েক দশকে দেশটিতে প্রাণ গেছে ২ লাখ ৬০ হাজার মানুষের। বাস্তুচ্যুত হয়েছে কয়েক মিলিয়ন মানুষ। বামপন্থি ফার্কের সাবেক গেরিলা গোষ্ঠী ন্যাশনাল লিবারেশন আর্মি ২০১৬ সালে শান্তি চুক্তি প্রত্যাখ্যান করে। তাদের বিরুদ্ধে মাদক পাচারে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ