শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

‘শ্রম আইনের অপব্যবহার করছে মালিকরা’

নারায়ণগঞ্জ সংবাদদাতা: শ্রম আইনের ২৩ ও ২৭ ধারা বাতিলসহ শ্রমিক ছাঁটাই, নির্যাতন, লে-অফ বন্ধ, শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন করেছে জেলা গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট। গতকাল বুধবার বেলা ১১ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় জেলা গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সভাপতি সেলিম মাহমুদের সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন-জেলা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি আবু নাঈম খান বিপ্লব, জেলা গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সহ-সভাপতি হাসনাত কবীর, সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিন সোহাগ, কাঁচপুর শিল্পাঞ্চল শাখার সহ-সভাপতি আনোয়ার হোসেন, ফতুল্লা আঞ্চলিক শাখার সভাপতি আশেকে রাসুল শাওন।
সমাবেশে বক্তারা বলেন, শ্রম আইনের ২৩ ও ২৭ ধারাকে অপব্যবহার করছে মালিকরা। তারা আমাদের প্রাপ্য পাওনা থেকে বঞ্চিত করে শ্রমিকদের কারখানা থেকে বের করছে। দেশের সমস্ত শ্রমিক ফেডারেশন ২৩, ২৭, ১৩(১)  ধারাসমূহ কালো আইন হিসাবে চিহ্নিত করে বাতিলের দাবি করলেও সরকার নির্বিকার এবং মালিকরা শ্রমিকদের বঞ্চিত করার জন্য ধারাগুলো ব্যবহার করছে। করোনার মতো এই মহামারীর মধ্যেও সারাদেশে শ্রমিক ছাঁটাই চলছে। সরকারের পক্ষ থেকে করোনাকালে শ্রমিক ছাঁটাই হবে না বললেও মালিকরা যথেচ্ছা শ্রমিক ছাঁটাই করছে। করোনার সময়ে গার্মেন্টস মালিকদের ৫ হাজার টাকার প্রণোদনা দেয়ার কথা থাকলেও প্রথম পর্যায়ে সাড়ে ৭ হাজার কোটি টাকা মালিকদের প্রণোদনা দেয়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ে আরো সাড়ে ৭ হাজার কোটি টাকা প্রণোদনা দেয়ার প্রক্রিয়া চলছে। করোনা মোকাবিলায় মালিকরা সরকারের কাছ থেকে টাকা নিলেও মালিকদের ইচ্ছায় করোনায় যারা কাজের বাইরে ছিল সেই শ্রমিকদের ৩০ ভাগ টাকা কেটে নেয়া হয়েছে। বর্তমান সময়ে গার্মেন্টসে ক্রেতাদের অর্ডার আসলেও মালিকরা শ্রমিক ছাঁটাইয়ের ধারা অব্যাহত রেখেছে। এসময় তারা আরো বলেন, অন্তিম গার্মেন্টস, ফকির গার্মেন্টসে শ্রমিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে। মামলার হয়রানিতে দুই কারখানায় সহস্রধিক শ্রমিক চাকরি হারিয়েছে। তারা এখন না খেয়ে রাস্তায় রাস্তায় ঘুড়ে বেরাচ্ছে। এই লে-অফ বন্ধ, অবিলম্বে ছাঁটাইকৃত শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল, শ্রমিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং ২৩, ২৭ ধারাসহ সকল শ্রমিক স্বার্থ বিরোধী কালো ধারাগুলো বাতিলের দাবি জানাই। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথে থাকবো।

অনলাইন আপডেট

আর্কাইভ