শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

‘টিভি দেখা আর সামাজিক মাধ্যমে মানুষকে আক্রমণই ট্রাম্পের কাজ’

১৯ আগস্ট, এনডিটিভি ও প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া: মহামারি করোনার মোকাবেলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যর্থতার কঠোর সমালোচনা করেছেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন।  তিনি বলেন, তার অধীন ওভাল অফিস বিশৃঙ্খল ঝড়ের কেন্দ্রস্থল। অথচ এটা নির্দেশনা কেন্দ্র হওয়ার কথা ছিল। ক্লিনটন বলেন, ট্রাম্পের কাছে প্রেসিডেন্টের কাজ হচ্ছে দিনে কয়েক ঘণ্টা বসে টেলিভিশন দেখা ও সামাজিকমাধ্যমে লোকজনকে সমালোচনা করা। আর নিজের কার্যক্রমের জন্য কোনো দায়দায়িত্ব নেয়া থেকে বিরত থাকা। চলতি বছরে ডেমোক্র্যাটদলীয় ন্যাশনাল কনভেনশনের দ্বিতীয় দিন বক্তব্য রাখেন ক্লিনটন। তিনি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প বলেছেন– আমরা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছি। ভালো, কিন্তু আমরাই একমাত্র বড় শিল্প-অর্থনীতির দেশ, যাদের বেকারত্বের হার তিনগুণ বেড়েছে। কনভেনশনে সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। আর তার রানিং মেট হিসেবে থাকছেন ভারতীয়-আমেরিকান কমলা হ্যারিস। 

অনলাইন আপডেট

আর্কাইভ