শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

যুদ্ধের পুনরাবৃত্তি না হতে দেওয়ার শপথ জাপানি প্রধানমন্ত্রীর

১৫ আগস্ট, ইন্টারনেট : দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মসমর্পণের ৭৫তম বর্ষপূর্তিতে যুদ্ধ ট্রাজেডির পুনরাবৃত্তি না করার শপথ নিয়েছেন জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে। গতকাল শনিবার দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতদের স্মরণে আয়োজিত এক রাষ্ট্রীয় অনুষ্ঠানে এ অঙ্গীকার করেন তিনি। ১৯৪১ সালের ৭ ডিসেম্বর হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত মার্কিন নৌঘাঁটি পার্ল হারবারে আক্রমণ করে জাপান। হামলায় প্রায় ২ হাজার ৩০০ জন নিহত হন। আটটি যুদ্ধ জাহাজ ধ্বংস হয়, চারটি ডুবে যায়। ওই ঘটনার পরই যুক্তরাষ্ট্র সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়ে। মিত্র শক্তি ও অক্ষ শক্তি নামে দুইটি বিপরীত বাহিনী গড়ে ওঠে। সেসময় এশিয়ার প্রায় সবকটি প্রতিবেশি দেশে আক্রমণ চালায় জাপান। এশিয়ার অনেক দেশ এখনও যুদ্ধের সে ঘা বয়ে বেড়াচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের ভূমিকার জন্য বরাবরই দুঃখ প্রকাশ করে আসছেন আবে। আত্মসমর্পণের ৭৫ তম বর্ষপূর্তিতেও একই কথা শোনা গেলো তার কণ্ঠে।

অনলাইন আপডেট

আর্কাইভ