শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

কোপা আমেরিকার শুরু আগামী বছরের ১১ জুন

করোনাভাইরাসের জন্য চলতি বছরের ইউরো ফুটবল থেকে শুরু করে কোপা আমেরিকা সব আন্তর্জাতিক টুর্নামেন্ট স্থগিত হয়ে আছে। আগামী বছরের আগে আন্তর্জাতিক ফুটবল ফেরানোর  কোনো সম্ভাবনাও নেই বলে জানিয়েছে ফিফা। এদিকে এই বছরের স্থগিত হয়ে যাওয়া কোপা আমেরিকার নতুন সূচি ঘোষণা করেছে কনমেবল। আর্জেন্টিনা এবং কলম্বিয়ায় অনুষ্ঠেয় কোপা আমেরিকার আসরটি আগামী বছরের ১১ জুন পর্দা উঠবে বলে জানিয়েছে তারা। যার পর্দা নামবে ১০ জুলাই কলম্বিয়ার মেত্রোপলিতান স্টেডিয়ামের ফাইনালের মধ্য দিয়ে। আসরটি মূলত হওয়ার কথা ছিল গত জুন-জুলাইয়ে। কোন গ্রুপে কারা, তাও নির্ধারণ হয়েছিল আগেই। তবে করোনার কারণে এক বছরের জন্য প্রতিযোগিতাটি পিছিয়ে দিল আয়োজক কমিটি। প্রথমবারের মতো দুটো  দেশে আয়োজিত হতে যাচ্ছে কোপা আমেরিকা। ফাইনাল কলম্বিয়ায় হলেও উদ্বোধনী ম্যাচ হবে আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে। প্রথম ম্যাচেই মাঠে নামবে স্বাগতিক রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে, অস্ট্রেলিয়া, বলিভিয়া ও প্যারাগুয়ে। ‘বি’ গ্রুপে ৯ বারের শিরোপা জয়ী ব্রাজিলের সঙ্গী কলম্বিয়া, কাতার, ভেনেজুয়েলা, একুয়েডর ও পেরু। এদের মধ্যে অস্ট্রেলিয়া ও কাতার অতিথি দল হিসেবে যুক্ত হয়েছে। ১১ জুন চিলির বিপক্ষে ম্যাচের পর ১৫ জুন উরুগুয়ে, ১৯ জুন প্যারাগুয়ে, ২২ জুন অস্ট্রেলিয়া এবং ২৭ জুন বলিভিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এদিকে গত আসরের চ্যাম্পিয়ন ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১৩ জুন; ভেনেজুয়েলার বিপক্ষে। এরপর ১৭ জুন  পেরু, ২১ জুন কাতার, ২৪ জুন কলম্বিয়া ও ২৮ জুন একুয়েডরের বিপক্ষে মাঠে নামবে তিতের দল। ইন্টারনেট। 

অনলাইন আপডেট

আর্কাইভ