বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

জাতীয় ও এইচপি দল শ্রীলংকা যাচ্ছে ২৩ সেপ্টেম্বর

স্পোর্টস রিপোর্টার : একই সাথে শ্রীলংকা সফরে যাচ্ছে জাতীয় ক্রিকেট দল ও বিসিবির হাই পারফরম্যান্স স্কোয়াডও (এইচপি দল)। আগামী ২৩ সেপ্টেম্বর শ্রীলংকা যাবে দল দুটি। শ্রীলংকা সফরে তিন টেস্ট খেলবে বাংলাদেশ দল। যুক্ত হতে পারে তিনটি টি টোয়েন্টিও। বাংলাদেশ ক্রিকেট  বোর্ড ও শ্রীলংকা ক্রিকেটের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে দুই দেশের মধ্যকার টেস্ট চ্যাম্পিয়নশিপের তিন ম্যাচের সিরিজটি শুরু হবে আগামী ২৪ অক্টোবর থেকে। শিগগিরই সফরসূচি চূড়ান্ত করবে দুই বোর্ড। দ্বীপরাষ্ট্রে দুইটি তিনদিনের ম্যাচ ও পাঁচটি ওয়ানডে খেলবে এইচপি দল। করোনার সঙ্কট কাটিয়ে শ্রীলংকা সফর দিয়ে ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। শ্রীলংকায় প্রায় ৫০ জনের বিশাল বহর সফর করবে। সফর নিয়ে প্রাথমিক আলাপ করতে গতকাল বৈঠকে বসেছিলেন বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান, বিসিবির পরিচালক ও এইচপির প্রধান নাঈমুর রহমান দূর্জয় ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও নির্বাচক হাবিবুল বাশার সুমন। নাঈমুর রহমান দূর্জয় বলেন, ‘জাতীয় দল ও এইচপি দল একই সঙ্গে শ্রীলংকা সফর করবে। এইচপির জন্য ২৪ জনের  স্কোয়াড চূড়ান্ত করা হবে। জাতীয় দলের সিরিজ শুরু আগে এইচপির কাজই হবে জাতীয় দলের অনুশীলনে সাহায্য করা।’ দেশ ছাড়ার আগে দুই দলের ক্রিকেটারদের দুইবার করোনা টেস্ট করানো হবে। যারা নেগেটিভ আসবে তাদেরকেই সফরে নেবে বিসিবি। জাতীয় দলের ক্যাম্প শুরু হবে ১০ থেকে ১৪ সেপ্টেম্বরের ভেতরে। এইচপি দল সরাসরি শ্রীলঙ্কায় মাঠে নামবে। তবে ঢাকায় তাদের ১৪ দিনের আইসোলেশনে রাখা হবে। জাতীয় দলের সফর নিয়ে আকরাম খান বলেন, ‘যে কোনো সফর বা সিরিজে তিনটি টেস্ট খেলা দারুণ কিছু। তবে আমরা পাঁচ-ছয় মাসেও কোনো ক্রিকেট খেলেনি। এটা উদ্বেগের কারণ। ক্রিকেটাররা মাঠে অনেক পরীক্ষার মুখোমুখি হবে। আশা করছি জাতীয় দলের জন্য আমরা যে পরিকল্পনা করেছি সেটা সফলভাবে বাস্তবায়ন করতে পারব। আমরা তাদের প্রস্তুতিতে  কোনো ঘাটতি রাখব না।’ এইচপি দল নিয়ে আকরাম খান বলেন,‘জাতীয় দলের পূর্ণ প্রস্তুতির জন্য আমরা এইচপি দলকে আগেভাগে শ্রীলংকা নিচ্ছি। এজন্য এইচপি দলের প্রথম তিন সপ্তাহের খরচ আমরা বহন করবো। জাতীয় দলের জন্যও তাই। এইচপি দল যখন শ্রীলংকায় আতিথেয়তায় চলে যাবে তখন ওরাই সবকিছু দেখবে।’ এইচপি ও জাতীয় দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাসহ দ্বীপরাষ্ট্রে বাংলাদেশের বহর প্রায় ৫০ জনে গিয়ে ঠেকবে। বিশাল এ বহরকে চার্টার্ড ফ্লাইটেই কলম্বো পাঠানোর পরিকল্পনার বিসিবির।

অনলাইন আপডেট

আর্কাইভ