বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

শাহেদ সাবরিনা আরিফ পাপিয়াদের অবৈধ অর্থ বাজেয়াপ্ত করে অসহায়দের মধ্যে বিতরণ করুন ----কামরুজ্জামান খান

বাংলাদেশ মুসলিম লীগের ৪৫তম পুনঃগঠন দিবস উপলক্ষে মুসলিম লীগ (বিএমএল) বনানীস্থ কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল রোববার বিকাল ৩টায় আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ২০ দলীয় জোটের অন্যতম নেতা প্রবীণ রাজনীতিবিদ মুসলিম লীগ (বিএমএল) সভাপতি এ.এইচ.এম কামরুজ্জামান খান, আলোচনায় অংশগ্রহণ করেন মহাসচিব এডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, সহসভাপতি সরওয়ার আলম খান, সহ সভানেত্রী অধ্যক্ষ নাসরিন মোনেম, শ্রম সম্পাদক আমিনুর রহমান, সহ সম্পাদক আজিজুর রহমান লিটন চেয়ারম্যান, যুবনেতা জিয়া মঞ্জু ও শহীদুল্লা ফকির সভাপতির বক্তব্যে এ.এইচ.এম কামরুজ্জামান খান বলেন, করোনা মহামারি ও বন্যার কারণে গোটা দেশের নিম্ন আয়ের মানুষ, দিন মজুর, ক্ষুদ্র ব্যাবসায়ীরা বহু কষ্টে অর্ধাহারে অনাহারে দিনাতিপাত করছে আর ভুয়া করোনা পরীক্ষার মাধ্যমে শাহেদ, সাবরিনা, আরিফরা জনগণের টাকা লুট করে টাকার পাহাড় গড়ছে। বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) দাবি করে শাহেদ, সাবরিনা, আরিফ পাপিয়াদের অবৈধ অর্থ বাজেয়াপ্ত করে সেই অর্থ অসহায় দিনমজুর, শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে বিতরণের আহ্বান জানান।

নেতৃবৃন্দ বলেন, আমাদের ভাগ্যের নির্মম পরিহাস ৫০০ বছরের বাবরি মসজিদ ভেঙে রামমন্দির করতে যাচ্ছে ভারত শুধু অনুমান নির্ভর সুপ্রীম কোর্টের রায় প্রদান করে। সেই মুহূর্তে সেনাবাহিনী চৌকস অফিসার অবঃ মেজর সিনহা রাশেদ খানকে হত্যার আসামী ওসি প্রদীপ কুমারকে চট্টগ্রাম থেকে কক্সবাজার আদালতে ভিআইপি মর্যাদায় নেয়া হয়। আলোচনার পূর্বে কার্যালয় সংলগ্ন পুনঃগঠনকালীন নেতা মুসলিম লীগের সাবেক মহাসচিব সাবেক স্পীকার গমির উদ্দীন প্রধান, মুসলিম লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক সাংসদ মরহুম ইব্রাহিম খলিল ও মুসলিম লীগের সাবেক যুগ্ম মহাসচিব সাবেক সাংসদ এএইচএম খালেকুজ্জামান হুমায়নের কবর জিয়ারত করেন মুসলিম লীগ নেতৃবৃন্দ। প্রেসবিজ্ঞপ্তি

অনলাইন আপডেট

আর্কাইভ