শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ফের নিয়মিত কোর্ট চাইলো সুপ্রিম কোর্ট বার

স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে অনতিবিলম্বে সুপ্রিম কোর্টসহ সারাদেশের আদালত নিয়মিতভাবে চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধান বিচারপতিকে ৮ জুলাই অনুরোধ জানিয়েছিল সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। ওই প্রস্তাবনার আলোকে অনতিবিলম্বে নিয়মিত আদালত চালুর বিষয়ে প্রধান বিচারপতির সুচিন্তিত কার্যকর পদক্ষেপ গ্রহণে সোমবার (২৭ জুলাই) ফের দাবি জানায় সুপ্রিম কোর্ট বার।
সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সোমবার প্রধান বিচারপতি বরাবর একটি পত্র দেন।
ওই পত্রে বলা হয়, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যকরী কমিটি গত ৮ জুলাই অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত ৭টি প্রস্তাবনা আপনাকে (প্রধান বিচারপতি) অবগত করা হয়।
গত ২৬ জুলাই কার্যকরী কমিটির সভায় বর্তমান প্রেক্ষাপটে বিগত সভার ৭টি প্রস্তাবনা পর্যালোচনা করে কার্যকরী কমিটি পুনরায় এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিনীত অনুরোধ জানানোর সর্বসম্মত সিদ্ধান্ত নেয়।
‘নিয়মিত আদালত চালুর বিষয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে আমাদের সুনির্দিষ্ট অভিমত জানানো হলেও এ বিষয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্ট অদ্যাবধি কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা, সে বিষয়ে আমরা অবগত নই।
নিয়মিত আদালত চালুর পূর্বপ্রস্তুতি গ্রহণের বিষয়ে আমরা যেসব প্রস্তাবনা দিয়েছিলাম, তা বিবেচনাযোগ্য কিনা তা আমরা জানতে পারিনি। ’
‘অস্থায়ী ভিত্তিতে চালু থাকা ভার্চ্যুয়াল আদালতে সময়ের সীমাবদ্ধতা, মামলা দায়ের, লিস্টে আনা এবং আদেশ পাঠানোর ক্ষেত্রে আইনজীবীরা যেসব প্রক্রিয়াগত সমস্যার সম্মুখীন হচ্ছেন তার কোনো দৃশ্যমান সমাধান আমরা পাইনি। ’
এমতাবস্থায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যকরী কমিটির ৮ জুলাইয়ের প্রস্তাবনার আলোকে অনতিবিলম্বে নিয়মিত আদালত চালুর বিষয়ে পুনরায় আপনার সুচিন্তিত কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানাচ্ছি।
এর আগে ৮ জুলাই প্রধান বিচারপতি বরাবর পাঠানো ওই পত্রে বলা হয়, গত ১২ই মার্চ থেকে অদ্যাবধি সুপ্রিম কোর্টের নিয়মিত ছুটি এবং ভয়াবহ করোনা পরিস্থিতিতে দেশব্যাপী সরকার ঘোষিত সাধারণ ছুটির কারণে দেশের সর্বোচ্চ আদালতসহ সারাদেশের আদালতে নিয়মিত বিচার কার্যক্রম বন্ধ রয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ