শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

‘কোয়ারেন্টাইন’ শেষে ডার্বিতে অনুশীলনে পাকিস্তান

ফেরার পর নিজেকে কখনো কখনো ফিরে পেলেও আগের সেই ত্রাস রূপটা নিয়মিত দেখাতে পারছেন না মোহাম্মদ আমির। এ জন্য নিজের তিন ফরম্যাটেই খেলাটাকে দায় দিচ্ছেন পাকিস্তানের এই ফাস্ট বোলার। ওদিকে পাকিস্তানের বোলিং কোচ ওয়াকার ইউনুস বলেছেন, একাদশে ঠাঁই পেতে গেলে আমিরের নিজেকে প্রমাণ করেই আসতে হবে। পাকিস্তান দল দীর্ঘ সফরে এখন ইংল্যান্ডে আছে। সেখানে দলটি স্বাগতিকরা ছাড়াও খেলবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। ইতোমধ্যে উস্টারশায়ারে ১৪ দিনের ‘কোয়ারেন্টাইন’ শেষ করে তারা ডার্বিতে এসে অনুশীলন শুরু করেছে। ইংল্যান্ডের বিপক্ষে তিনটি করে টেস্ট ও টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। আগামী ৫ অগাস্ট শুরু হবে টেস্ট সিরিজ, ২৮ আগস্ট টি-টোয়েন্টি। আমিরের শুরুতে সন্তানের জন্ম উপলক্ষ্যে এই সফরে থাকতে পারবেন না বলেই জানিয়েছিলেন। কিন্তু সন্তানের জন্ম হয়ে যাওয়ায় তাকে দলের সঙ্গে যোগ দিতে বলা হয়েছে। তার আগে অবশ্য তাকে করোনা ভাইরাসের পরীক্ষা করাতে হয়। নিজের কথা বলতে গিয়ে আমির বলছিলেন, ‘জাতীয় দলে প্রত্যাবর্তনের পর তিন সংস্করণে খেলে বড় ভুল করেছি। ভবিষ্যতের ক্রিকেটারদের একই ভুল না করার পরামর্শ দিতে চাই। প্রত্যেকেরই উচিত প্রথমে একটি-দুটি সংস্করণে খেলে নিজেদের সীমা পরীক্ষা করা ও ভালো ছন্দ খুঁজে পাওয়া। যদি তাদের মনে হয় তারা পারবে, তবেই কেবল তাদের তৃতীয় সংস্করণে খেলা উচিত।’ নিজের ক্যারিয়ার পাঁচ-ছয় বছর দীর্ঘায়িত করার আশাবাদ জানান ২৮ বছর বয়সি এই পেসার, ‘পেসারদের আরো সতর্ক হতে হবে। সব সংস্করণে ফেরার ভুল সিদ্ধান্ত নেওয়ার দুই বছর পর আমার সমস্যা হয়েছিল। ২০১৮ সালে আমি চোটে পড়ি। এই কারণে আমি নিজেকে সাদা বলের ক্রিকেটে সীমাবদ্ধ করে রেখেছি। আশা করি, আমার ক্যারিয়ার পাঁচ থেকে ছয় বছর দীর্ঘায়িত করতে পারব।’

 

অনলাইন আপডেট

আর্কাইভ