শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

শেরপুরে কিন্ডারগার্টেন স্কুলশিক্ষক ও কর্মচারীদের মানববন্ধন

শেরপুর সংবাদদাতা: ‘প্রাণঘাতী করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের নিদারুণ অর্থকষ্ট লাঘবে প্রধানমন্ত্রীর প্রণোদনা প্রাপ্তির প্রত্যাশায়’ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে শেরপুরেও কিন্ডারগার্টেন শিক্ষক ও কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ (বিকপ), শেরপুর জেলা শাখার উদ্যোগে ১১ জুলাই শনিবার শেরপুর প্রেস ক্লাবের সামনে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য দেন শেরপুর জেলা কিন্ডারগার্টেন স্কুল এসোসিয়েশনের সভাপতি আবু ঈসা মো. শহীদুল ইসলাম, সহ-সভাপতি মো. খোরশেদ আলম রিপন, মো. আব্দুল ওয়াহেদ, রোজবাড একাডেমীর চেয়ারম্যান আবু রায়হান মো. পাভেল প্রমুখ।

মানববন্ধনে বক্তব্যদানকালে শিক্ষকরা বলেন, আমাদের বিশ^াস দেশের অবহেলিত মানবেতর জীবনযাপনকারী কিন্ডারগার্টেন শিক্ষক ও কর্মচারীদের পাশে এসে অবশ্যই দাঁড়াবেন আমাদের ‘মানবতার মা’ মাননীয় প্রধানমন্ত্রী।

বাংলাদেশ কিন্ডারগার্টেন এন্ড প্রি ক্যাডেট স্কুল ফাউন্ডেশন এবং শেরপুর জেলা কিন্ডারগার্টেন স্কুল এসোসিয়েশনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত মানববন্ধনে জেলার ১৫২টি কিন্ডারগার্টেন স্কুলের সাতশতাধিক শিক্ষক কর্মচারী অংশগ্রহণ করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ