মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪
Online Edition

করোনা য় যুক্তরাজ্যে ধূমপান ছেড়েছে ১০ লাখ মানুষ

১৫ জুলাই, বিবিসি : মহামারি করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতিতে যুক্তরাজ্যের ১০ লাখ মানুষ ধূমপান ছেড়েছে। ইউনিভার্সিটি কলেজ লন্ডন ও অ্যাকশন অন স্মোকিং অ্যান্ড হেলথ নামের একটি দাতব্য সংস্থার গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

করোনা র প্রাদুর্ভাব শুরুর পর থেকে ফুসফুসের ক্ষতি করে এমন জিনিস থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তারা করোনা  ঠেকাতে ফুসফুসের যত্ন নিতে বলছেন। ধূমপান ফুসফুসের মারাত্মক ক্ষতি করে বলে করোনা কালে ধূমপান এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

বৃটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৭ থেকে ২০২০ সালের জুন মাস পর্যন্ত এক হিসেবে দেখা যায়, এ বছরই সবচেয়ে বেশি মানুষ ধূমপান ছেড়েছে।জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে বিগত চার মাসে যারা ধূমপান ছেড়েছে তাদের মধ্যে ৪১ শতাংশই করোনা ভাইরাসের কারণে এটি ছাড়ার কথা জানিয়েছেন।

১০ হাজার মানুষের ওপর ওই জরিপ অনুযায়ী, লকডাউনের সময় ১৬ থেকে ২৯ বছর বয়সী ৪ লাখ মানুষ ধূমপান ছেড়েছে। ৫০ বছরের বেশি বয়সীদের মধ্যে ধূমপান ছেড়েছে ২ লাখ ৪০ হাজার। এছাড়াও ৩০ থেকে ৪৯ বছর বয়সী আরও ৪ লাখ মানুষ ধূমপান পরিত্যাগ করেছে বলে ওই জরিপে আভাস পাওয়া গেছে।

অনলাইন আপডেট

আর্কাইভ