শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

বিসিবি’র নেয়া উদ্যোগ আমাকে স্বস্তি এনে দিয়েছে-রুমানা

স্পোর্টস রিপোর্টার : করোনাকালে ঘরবন্দী ক্রিকেটাররা। ঘরে বসেই তাদের ফিটনেস ধরে রাখতে কাজ করতে হচ্ছে। এই সময়ে ক্রিকেটারদের ফিটনেসের বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়ে সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি সিদ্ধান্ত নিয়েছে, যাদের বাসায় জিমের সরঞ্জামাদি নেই তাদের বিনামূল্যে তা পৌঁছে দেয়ার। বিসিবি’র এই সুবিধা পেতে যাচ্ছেন মহিলা ওয়ানডে দলের দলপতি  রুমানা আহমেদও। তিনি ফিজিওকে জানিয়েছেন তার কী কী সরঞ্জমা প্রয়োজন। যেহেতু তিনি নিজ শহর খুলনায় অবস্থান করছেন তাই খুলনা বিভাগীয় স্টেডিয়ামের জিমনেশিয়াম থেকে তার জন্য সরঞ্জামগুলো সরবরাহের ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিসিবির নেওয়া একটি উদ্যোগ তাকে এনে দিয়েছে স্বস্তি। কারণ বাংলাদেশ নারী ক্রিকেট দলের ওয়ানডে দলপতি রুমানা আহমেদের ফিটনেস ধরে রাখার কাজটি মোটেই সহজ ছিল না। বাসায় জিমের সরঞ্জাম বলতে ছিল কেবল কয়েকটি ভারোত্তলক (ওয়েইট)। তাও সঠিক ওজনের নয়। যেহেতু তিনি ফিজিওর পরামর্শ মোতাবেক তিনি ১৫-২০ কেজি ওজনের ভারোত্তলক ব্যবহার করে থাকেন। পক্ষান্তরে তার বাসায় যা ছিল তার এক একটির সর্বোচ্চ ওজন ৫ কেজি। প্রায় চার মাস এভাবেই কষ্ট ক্লেসে নিজেকে ফিট রেখেছেন। জিমের সরঞ্জাম সরাবরাহের পাশাপাশি টাইগার প্রশাসনের আরো একটি পদক্ষেপ রুমানাকে দারুণ স্বস্তি এনে দিয়েছে। সেটা হল ‘কভিড-১৯ ওয়েল বিয়িং অ্যাপ’। মহামারিকালে স্বাস্থ্য সুরক্ষা নিয়ে সবাই যখন চিন্তিত তখন এই অ্যাপ ব্যবহার করে তিনি যেমন স্বাস্থের নিয়মিত আপডেট জানতে পারছেন তেমনি কর্মস্থলকেও জানাতে পারছেন। রুমানা বলেন,‘একটা বিষয় ভাল লাগছে যে এখন আমরা স্বস্তিতে থাকতে পারছি। আমাদের কিছু হলে বিসিবিকে জানাতে পারছি। ভেবে লাগছে যে আমাদের একটা অভিভাবক আছে। বিসিবি’র আরো একটি উদ্যোগ ভাল লেগেছে যে বিসিবি থেকে আমরা জিমের সরঞ্জাম পাচ্ছি। আমাদের যাদের বাড়িতে সাইকেল নেই, ভারোত্তলক নেই তাদের জন্য বিসিবি এসব সরঞ্জাম বাড়িতে নেয়ার সুযোগ করে দিয়েছে। আমি ফিজিওকে জানিয়েছিলাম যে আমার একটি সাইকেল ও ভারোত্তলক প্রয়োজন। যেহেতু আমার পায়ের সমস্যা আছে সেহেতু ভারোত্তলক দিয়ে কাজ না করলে সমস্যা হতে পারে। তো তারা জানিয়েছে যে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে এগুলো আছে। সেখান থেকে দিতে পারবে। এ সমস্ত উদ্যোগগুলো আমার খুবই ভাল লেগেছে।’

অনলাইন আপডেট

আর্কাইভ