শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

বগুড়ায় গাড়ীচোর চক্রের ১১ সদস্য গ্রেফতার

বগুড়া: সদর থানা পুলিশের সাঁড়াশী অভিযানে আটক ১১ গাড়ি চোর

বগুড়া অফিসঃ বগুড়ার পুলিশ গাড়ী চোর সিন্ডিকেটের বড় একটা অংশকে আটক করেছে। বগুড়া সদর থানার একটি চৌকস টিম টানা তিন দিনের সাঁড়াশী অভিযানে এই চক্রের ১১ চোরকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে ৪টি ব্যাটারি চালিত ইজিবাইক এবং দুইটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, বগুড়া সদর থানার ইন্সপেক্টর (অপারেশন্স) হাসান আলীর নেতৃত্বে গত তিন দিন বগুড়া, দিনাজপুর এবং রংপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ইজিবাইক, সিএনজি, মোটরসাইকেল চোর চক্রের ১১ জনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলো বগুড়ার সোনাতলা উপজেলার দক্ষিণ আটকরিয়ার নান্নু (৩৭) ও সেলিনা (৩২), সদরের চাঁদমুহার হামিদ (৪৫) আটাপাড়ার শফিকুল (৪৯), গাবতলীর চাকলার শাহাদত (৩৯), কাহালুর শিকড় মধ্যপাড়ার  হান্নান (৪৬), দিনাজপুরের ঘোড়াঘাটের দামোদরপুর গ্রামের কবির (৩১) ও সাখাওয়াত হোসেন (৩৭), দিনাজপুরের নবাবগঞ্জ হরিপুরের বাবু (৩৩),  ও রংপুরের মিঠাপুকুর থানার হেলেঞ্চার আনারুল (৪২), ধরলাকান্দির তসলিম (৩৫)। আটক ব্যক্তিদের কাছ থেকে ৪টি ব্যাটারি চালিত ইজিবাইক এবং দুইটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আটককৃতরা অভিনব কায়দায় চালকদের বোকা বানিয়ে ইজিবাইক চুরি করতো বলে পুলিশের নিকট স্বীকার করেছে।

অনলাইন আপডেট

আর্কাইভ