ঢাকা,মঙ্গলবার 19 March 2024, ৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

খুলনায় তুলে নেয়ার ২০ ঘণ্টা পর ২ শ্রমিক নেতাকে গ্রেপ্তার দেখাল পুলিশ

সংগ্রাম অনলাইন ডেস্ক: খুলনায় সদ্য বন্ধ হওয়া রাষ্ট্রায়ত্ত পাটকলের দুই শ্রমিক নেতাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে ধরে নেয়ার ২০ ঘণ্টার পর একটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

সোমবার রাত পৌনে ১২টার দিকে তাদের দৌলতপুর থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। 

এর আগে রবিবার রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের তুলে নেয়া হয়। তবে ঘটনার পর থেকে পুলিশ বিষয়টি অস্বীকার করে আসছিল। 

গ্রেপ্তাররা হলেন- স্টার জুট মিলের শ্রমিক ও পাটশিল্প রক্ষা যুব জোটের আহ্বায়ক অলিয়ার রহমান এবং প্লাটিনাম জুবিলি জুটমিলের শ্রমিক ও পাটশিল্প রক্ষা যুব জোটের উপদেষ্টা নূর ইসলাম।

মঙ্গলবার সকালে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন বলেন, ‘২০১৯ সালের ৪ এপ্রিল পাটকল শ্রমিকদের বিক্ষোভ থেকে নগরীর নতুন রাস্তা মোড়ে পুলিশ বক্সে হামলা ও ভাঙচুর করা হয়। ওই ঘটনায় পুলিশের দায়েরকৃত মামলায় তাদের সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।’

-ইউএনবি

অনলাইন আপডেট

আর্কাইভ