শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

লালমনিরহাটে ২৫ জন করোনায় আক্রান্ত

লালমনিরহাট সংবাদদাতা: লালমনিরহাটে ঘাতক করোনায় ২৫ জন আক্রান্তের খবর নিশ্চিত করেছেন, লালমনিরহাট সিএস অফিস। শনিবার লালমনিরহাট সি এস অফিস জানান, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বিভিন্ন এলাকার ১৯,  হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা গ্রামে ১, বড়খাতা গ্রামে ১, উত্তর জাওরানীতে ১, কালিগঞ্জের কাশিরাম গ্রামে ১, আদিতমারী উপজেলার সাপ্টীবাড়ী বাজার এলাকায় ১ ও কুমরিরহাট এলাকায় ১ জনসহ জেলায় মোট ২৫ জন ঘাতক করোনায় আক্রান্ত হয়েছে। এদের নমুনা সংগ্রহ করে,  রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা করা হলে তাদের দেহে করোনা সনাক্ত হয়।  ২৫ জন রোগীর মধ্যে মহিলা ৯ জন এবং পুরুষ ১৬ জন। জেলায় মোট করোনা রোগী ১৫১ এর মধ্যে সুস্থ্য ৫৭ জন ও ১ জন মারা  গেছে। এদিকে জেলার হাট- বাজার ও রাস্তা পথে সরকারী স্বাস্থ্যবিধি সঠিক ভাবে না মানায় জেলা জুড়ে হু হু করে করোনা রোগী বাড়ছে বলে সচেতন মহলের দাবি।

অনলাইন আপডেট

আর্কাইভ