ঢাকা, শুক্রবার 19 April 2024, ০৬ বৈশাখ ১৪৩০, ৯ শাওয়াল ১৪৪৫ হিজরী
Online Edition

দুর্দান্ত জয়ে শিরোপার আশা বাঁচিয়ে রাখলো বার্সা

সংগ্রাম অনলাইন ডেস্ক: স্প্যানিশ লা লিগায় বড় জয় পেয়েছে বার্সেলোনা। রোববার (৫ জুলাই) বার্সা ৪-১ গোলে হারিয়েছে ভিয়ারিয়ালকে।আর এই জয়ে শিরোপা জয়ের দৌড়ে টিকে থাকলো কাতালানরা।ম্যাচের মাত্র ৩ মিনিটের মাথায় আত্মঘাতী গোলে এগিয়ে যায় তারা। বাম পাশ থেকে আসা জর্দি আলবার গোলমুখে বাড়ানো বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই প্রবেশ করান ভিয়ারিয়ালের স্প্যানিশ ডিফেন্ডার পাউ তরেস।

তবে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে এখনও ৪ পয়েন্ট পিছিয়ে আছে বার্সা। 

অন্যদিকে অ্যাথলেটিক বিলবাওকে ১-০ গোলে হারিয়ে বার্সার সঙ্গে কিছুক্ষণের জন্য পয়েন্টের ব্যবধান ৭-এ নিয়ে গিয়েছিল রিয়াল। নিজেদের ম্যাচে পূর্ণ পয়েন্ট আদায় করে বার্সা আবার সেটি ৪-এ নামিয়ে এনেছে। তাতে দলটার শিরোপার আশা কিছুটা বেঁচে থাকল। তবে বাকি চার ম্যাচে শুধু জিতলেই হবে না, রিয়াল যদি দু’বার হোঁচট খায় তবেই আশা আছে বার্সার।

রোববার দিবাগত রাতে খেলার মাত্র তৃতীয় মিনিটেই জর্দি আলবার ক্রসে নিজেদের জালে বল জড়িয়ে বার্সাকে লিড উপহার দেন ভিয়ারিয়ালের পাউ তোরেস। তবে ১৪তম মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরান জেরার্দ মোরেনো।

২০তম মিনিটে মিডফিল্ড থেকে দুর্দান্ত দক্ষতায় বল দখলে নিয়ে সতীর্থ লুইস সুয়ারসের পায়ে পৌঁছে দেন। ২০ গজ দূর থেকে বাঁকানো শটে লক্ষ্যভেদ করেন উরুগুইয়ান স্ট্রাইকার। 

এরপর ৪৫তম মিনিটে মেসির ব্যাকহিলে বল পেয়ে দুর্দান্ত চিপে জালে জড়ান ফরাসি ফরোয়ার্ড আঁতোয়া গ্রিজম্যান। ৮৬তম মিনিটে দলের চতুর্থ গোল করেন বার্সার তরুণ ফরোয়ার্ড আনসু ফাতি।

বার্সার জন্য ম্যাচটি স্বস্তি বয়ে এনেছে। কারণ টানা কয়েক ম্যাচের ব্যর্থতার পর অবশেষে দলের আক্রমণভাগের তিন সেনানী মেসি, সুয়ারেস এবং গ্রিজম্যান একসঙ্গে জ্বলে ওঠেছেন। 

এই ম্যাচের দুটি মিলিয়ে লা লিগার চলতি মৌসুমে মেসির অ্যাসিস্ট সংখ্যা ১৯টি। ২০১০/১১ মৌসুমে সর্বশেষ এই কীর্তি গড়েছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। লা লিগার এক মৌসুমে যেকোনো খেলোয়াড়ের সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড।

দুই অ্যাসিস্টে নাম লেখালেও দুর্ভাগ্যক্রমে গোলের দেখা পাননি মেসি। যদিও লক্ষ্যভেদ ঠিকই করেছিলেন তিনি। কিন্তু ভিএআর’র সহায়তায় গল বাতিল হয়ে যায়। এরপর তার একটি ফির-কিক ক্রসবারে লেগে বাইরে বেরিয়ে যায়।

ডিএস/এএইচ

অনলাইন আপডেট

আর্কাইভ