ঢাকা, শুক্রবার 19 April 2024, ০৬ বৈশাখ ১৪৩০, ৯ শাওয়াল ১৪৪৫ হিজরী
Online Edition

মিয়ানমারে ভারী বৃষ্টির কারণে ভূমিধসে অন্তত ১১৩ খনি শ্রমিকের মৃত্যু

সংগ্রাম অনলাইন ডেস্ক: মিয়ানমারের চীন সীমান্তবর্তী কাচিন রাজ্যে সবুজ রঙের জেড পাথরের খনিতে ভূমিধসে অন্তত ১১৩ জন মারা গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এ পর্যন্ত ১১৩ জনের লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে।

অন্তত ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, তবে তারা সবাই আহত হয়েছেন। মাটির নিচে আরও লাশ আছে বলে ধারণা করা হচ্ছে। তবে ভারী বৃষ্টির কারণে উদ্ধারকাজ স্থগিত করা হয়েছে।

উদ্ধারকর্মীরা কাদার মধ্যে থেকে শ্রমিকদের মরদেহগুলো বের করে আনে। এ সময় মরদেহগুলো নিরাপদ স্থানে আনতে টায়ার ব্যবহার করা হয়। উদ্ধার তৎপরতা চলার সময়ই বৃষ্টির তীব্রতা বেড়ে যাওয়ায় উদ্ধার কাজ অব্যাহত রাখা সম্ভব হয়নি।

মিয়ানমারের পুলিশ কর্মকর্তা থান উইন অং জানিয়েছেন, একদিন আগেই তারা খনি এলাকা থেকে দূরে থাকতে জনসাধারণকে নোটিশ দিয়েছিল। সেটা দেওয়া না হলে মৃতের সংখ্যা আরও বাড়ত বলে তার দাবি।

মিয়ানমার জেড পাথরের বড় উৎস। প্রতিবেশী দেশ চীনে এই পাথরের চাহিদা রয়েছে। মিয়ানমারে প্রায় প্রতিবছরই ভূমিধসে খনি শ্রমিকের মৃত্যু ঘটে।২০১৫ সালে ভূমিধসে শতাধিক শ্রমিকের মৃত্যু হয়। আর গতবছর ভূমিধসে প্রাণহানি ঘটেছে ৫০ জনের বেশি খনি শ্রমিকের।

ডিএস/এএইচ

অনলাইন আপডেট

আর্কাইভ