শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

করোনায় আক্রান্ত নাফিস ইকবালও

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ জাতীয় দলের সাবেক ওপেনার নাফিস ইকবালও করোনা ভাইরাসে আক্রান্ত। গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। করোনার উপসর্গ থাকায় নিশ্চিত হতে পরীক্ষা করিয়েছিলেন। পরীক্ষার ফলে ‘পজিটিভ’ ধরা পড়েছে। এখন চট্টগ্রামে আইসোলেশনে আছেন সাবেক এই ব্যাটসম্যান। নাফিস ইকবাল বলেন, ‘১০ দিন আগে প্রথম আমার মধ্যে করোনার উপসর্গ দেখা যায়। আমার শরীরে জ্বর ছিল। সেটিও আবার দুইদিনের মধ্যে ভালো হয়ে যায়। তবুও আমি নিশ্চিত হতে করোনা টেস্ট করার সিদ্ধান্ত নেই। আর তারপরেই করোনা পজেটিভ আসে। আমি এই মুহূর্তে ভালোই আছি। তবে সবাইকে অনুরোধ করছি আমার জন্য দোয়া করতে।’ বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক ও ওপেনার তামিম ইকবালের বড় ভাই নাফিস ইকবাল। করোনা মহামারির শুরু থেকেই দুস্থদের জন্য কাজ করে যাচ্ছেন তামিম। বড় ভাই নাফিসও অসহায়দের পাশে দাঁড়িয়েছেন। এমনকি তামিমের বেশ কিছু উদ্যোগ বাস্তবায়ন করতে মাঠেও ছিলেন নাফিস। জাতীয় দলের হয়ে ১১ টেস্ট, ১৬ ওয়ানডে খেলেছেন নাফিস। 

সাদা  পোশাকে ৫১৮ রান করেছেন। একটি সেঞ্চুরি ও দুইটি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। এছাড়া ১৬ ওয়ানডেতে করেছেন ৩০৯ রান। কোনো সেঞ্চুরি না থাকলেও রয়েছে দুইটি হাফ সেঞ্চুরি। ২০০৪ সালে ঢাকায় নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে অভিষেক হয় নাফিসের। তারও আগে আন্তর্জাতিক আঙিনায় পা রাখেন তিনি ওয়ানডেতে দিয়ে, ২০০৩ সালে চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে। জাতীয় দলের অধ্যায় শেষ হলেও ঘরোয়া ক্রিকেট খেলেছেন লম্বা সময়। ২০১৭ সালে প্রথম শ্রেণির ক্রিকেট এবং পরের বছর লিস্ট ‘এ’  থেকে অবসর নেন ৩৪ বছর বয়সী সাবেক ওপেনার। জাতীয় দল  থেকে অবসর নেওয়ার পর বিসিবি, বিপিএলসহ ঘরোয়া টুর্নামেন্টের দলে ম্যানেজার হিসেবে কাজ করছেন নাফিস। এছাড়া জাতীয় লিগে চট্টগ্রাম বিভাগের নির্বাচক ও ম্যানেজার হিসেবেও যুক্ত আছেন তিনি।

অনলাইন আপডেট

আর্কাইভ