বুধবার ১৭ এপ্রিল ২০২৪
Online Edition

ওষুধ, পিপিই কেনায় দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রী

২০ জুন, রয়টার্স : ওষুধ, সুরক্ষা উপকরণসহ ৬ কোটি ডলার মূল্যের চিকিৎসাসামগ্রী ক্রয়ে দুর্নীতির অভিযোগে জিম্বাবুয়ের পুলিশ দেশটির স্বাস্থ্যমন্ত্রী ওবাদিয়া মোয়োকে গ্রেপ্তার করেছে। গত শুক্রবার গ্রেপ্তারের পরপরই স্বাস্থ্যমন্ত্রীকে হারারের একটি থানায় নিয়ে যাওয়া হয়। গতকাল শনিবার তাকে আদালতে হাজির করার কথা। একই অভিযোগে পুলিশ গত সপ্তাহে ডেলিস এনগুওয়ায়া নামের এক ব্যক্তিকেও গ্রেপ্তার করেছে বলে স্থানীয় গণমাধ্যমগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা জানিয়েছে। ডেলিসের কোম্পানিকে চিকিৎসা সরঞ্জাম সরবরাহের কাজ পাইয়ে দিতে মোয়ো দুর্নীতির আশ্রয় নিয়েছিলেন বলে সন্দেহ বিরোধীদের।

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন এমনানগাওয়া পরে মেডিকেল সরঞ্জাম ক্রয়ের ওই চুক্তি বাতিল করেন। আফ্রিকার এ দেশটিতে এখন পর্যন্ত প্রায় ৫০০ জনের দেহে নতুন করোনাভাইরাস শনাক্ত হয়েছে; মারা গেছে ৪ জন।

অনলাইন আপডেট

আর্কাইভ