শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

সেবা কার্যক্রম এখন জনগণের দোড়গোড়ায় পৌঁছে দেয়া হবে

গাইবান্ধা সংবাদদাতা : জেলা প্রশাসক মো: আবদুল মতিন বলেছেন, করোনা ভাইরাস মোকাবেলায় অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিতে জেলা ও উপজেলা পর্যায়ে থেকে দক্ষ জন শক্তি নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সরকার পদক্ষেপ গ্রহণ করেছে। মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে বিদেশের শ্রম বাজারে কর্মী পাঠানোর জন্য সেবা কার্যক্রম এখন জনগনের দোড়গোড়ায় পৌঁছে দেয়া হবে। তিনি বলেন, সরকার এজন্যে দক্ষ জনশক্তি তৈরি করতে প্রতিটি জেলা সদরে কারিগড়ি শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্র স্থাপন করা হয়েছে।

তিনি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত বৈদেশিক কর্শসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক বিষয়ক এক সেমিনারে একথা বলেন। সেমিনারে মূল প্রবদ্ধ উপস্থাপন করেন সহকারি কমিশনার মোঃ শাহীন দেলওয়ার। সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আলমগীর কবির সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর মেয়র অ্যাডঃ শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যার শাহ সরোয়ার কবির, গাইবান্ধা কারিগড়ি শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রের অধ্যক্ষ আতিকুর রহমান, গাইবান্ধা বিটিভি আবেদুর রহমান স্বপনসহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ।

অনলাইন আপডেট

আর্কাইভ