শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

খুলে দেওয়া হচ্ছে মক্কা নগরীর সব মসজিদ

১৯ জুন, আল আরাবিয়া, আরাব নিউজ : করোনা ভাইরাসের কারণে ধারাবাহিক দীর্ঘ ৯০ দিন বন্ধ থাকার পর মক্কা নগরীর সব মসজিদে বরিবার ফজরের নামাজ থেকে মুসল্লিদের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ। সৌদি আরবের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, মক্কার সব মসজিদে জামাতের সঙ্গে নামাজের সঙ্গে নামাজ আদায়ের অনুমতি দেওয়া হচ্ছে তবে করোনা  প্রতিরোধে সব স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বাড়ি থেকে অজু করে জায়েনামাজ নিয়ে আসতে হবে। দুই কাতারের মাঝে এক কাতার জায়গা ফাকা রাখতে হবে। সঙ্গে সঙ্গে মসজিদ পরিস্কার পরিছন্নতার প্রতি জোর দেওয়া হযেছে।

এর আগে দুই মাস মসজিদ বন্ধ থাকার পর মক্কা বাদে দেশের সব মসজিদ মুসল্লিদের উন্মুক্ত করে দেয় সৌদি আরব। বর্তমান সময়ে করোনা  রোগী বেড়ে চললেও মক্কার মসজিদগুলো খুলে দেওয়ার এই সিদ্ধান্ত নিলো দেশটি।

অনলাইন আপডেট

আর্কাইভ