শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

দিনাজপুরে রাস্তার দাবিতে অবরুদ্ধ ৫০ পরিবারের মানববন্ধন

দিনাজপুর অফিস : দিনাজপুরের বীরগঞ্জে রাস্তার দাবিতে মানববন্ধন করেছে অবরুদ্ধ ৫০ পরিবার। গতকাল রোববার দুপুরে উপজেলার শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ীর প্রসাদপাড়ায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অবরুদ্ধ হয়ে পড়া ৫০ পরিবারের সদস্য ও শতাধিক এলাকাবাসী অংশ নেন। মানববন্ধন শেষে ঝাড়বাড়ী ভূমি কার্যালয়ের সামনের রাস্তা ৩০ মিনিট অবরোধ করে রাখেন অবরুদ্ধ পরিবার ও এলাকাবাসী। সম্প্রতি উপজেলার শতগ্রাম ইউনিয়নের প্রসাদপাড়া গ্রামের শত বছরের যান চলাচলের সরকারি রাস্তা হঠাৎ করে পশ্চিমাংশে বন্ধ করে দেয় মৃত বানুয়া বর্মণের ছেলে মহাদেব বর্মণ। ফলে ৫০ পরিবারসহ এলাকাবাসীর ব্যবহৃত চলাচলের পথ বন্ধ হয়ে যায়। অবরুদ্ধ এলাকাবাসীর অভিযোগ- রাস্তা বন্ধ করে দেয়ার কারণে তাদের সন্তানদের এক কিলোমিটার ঘুরে স্কুলে যেতে হয়। হাট-বাজার করতে পারছেন না এবং কোনো রকম বের হওয়ার মতো রাস্তাও নেই। এমনকি এই এলাকায় কেউ মারা গেলে লাশ পর্যন্ত নিয়ে বের করা কষ্টকর হয়ে পড়েছে। নিরূপায় হয়ে জীবনের ঝুঁকি নিয়ে রোববার রাস্তায় মানববন্ধনে নামতে বাধ্য হয়েছেন তারা।  এ বিষয়ে শতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কেএম কুতুব উদ্দিন বলেন, আমাদের করার কিছু নেই। আমরা একটি পরিবারের কারণে অসহায় হয়ে পড়েছি। যখনই উচ্ছেদ করতে যাই, আমাকে জামায়াতের নেতা আখ্যা দিয়ে বিভিন্ন অভিযোগ করা হয়। আমরা ইউপি থেকে ওখানে গেলে, নারী নিয়ে আসেন। তাদের উচ্চবাচ্য হয়, মারামারি করতে চান, আমরা তো ওখানে গিয়ে মারামারি করতে পারি না এবং ফোর্স অ্যাপ্লাই করতেও পারি না। এটা ম্যাজিস্ট্রেট দ্বারা সম্ভব। তাই প্রশাসনের সহযোগিতা চাই। বীরগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা  ইয়ামিন হোসেন আইসোলেশনে থাকায় এ ব্যাপারে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

অনলাইন আপডেট

আর্কাইভ