শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

অবশেষে ৮ জুন পুনরায় খুলছে নিউইয়র্ক সিটি

৩১ মে, নিউইয়র্ক টাইমস, সিবিএস : করোনা মহামারী চলাকালীন নিউইয়র্ক রাজ্যের সবশেষ বন্ধ অঞ্চল নিউ ইয়র্ক সিটি প্রথম ধাপে খোলার তারিখ ঘোষনা করে শহরটির গভর্নর অ্যান্ড্রু কুওমো সবাইকে মাস্ক ও সামাজিক দুরত্ব বজায় রেখে সতর্কভাবে চলাফেরার আহ্বান জানিয়েছেন। দ্বিতীয় ধাপে আরও ৫টি শহর খোলার আশা প্রকাশ করেছেন তিনি।

নিউইয়র্কে ৪ লাখ কর্মীকে ফিরিয়ে আনার ঘোষনা দেন কুওমো। শহরটির বন্ধ থাকা সেলুনের মত প্রতিষ্ঠানগুলো পুনরায় চালু করা হবে।

তিনি জানান, ব্রঙ্কস, ব্রুকলিন এবং কুইনস জুড়ে করোনার হটস্পটগুলোয় সংক্রমণ আরও কমাতে সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখতে রাজ্য ও শহরগুলোর সরকার কাজ করবে। একই সঙ্গে তারা অনলাইনে কন্ট্রাক্ট ট্রেসিং পর্যবেক্ষণ করবেন এবং আরও পিপিই ও মাস্ক বিতরণের কাজ করবেন। 

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানে, নিউইয়র্কে করোনায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬৬ হাজারের বেশি এবং মারা গেছেন ২৩ হাজার ২৮২ জন।

অনলাইন আপডেট

আর্কাইভ