বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

সাকিব-মুশফিকদের ব্যাট ফিরিয়ে আনবে বিসিবি

স্পোর্টস রিপোর্টার: অসহায় মানুষদের সাহায্য করার জন্য নিজেদের প্রিয় ব্যাট নিলামে বিক্রি করেছেন সাকিব ও মুশফিক। তাসকিন-সৌম্যরাও নিজেদের স্মারক তুলেছেন নিলামে। তবে নিলামে বিক্রি হয়ে যাওয়া সাকিব-মুশফিকের ব্যাটের সাথে এই স্মারকগুলো ফিরিয়ে আনতে চায় বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন এ সব কথা। ২০১৩ সালে শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি করেছিলেন মুশফিক। অনন্য এ কীর্তি যে ব্যাট দিয়ে গড়েছিলেন, সেটি করোনাভাইরাস দুর্গতদের সহায়তায় নিলামে তুলেছিলেন এই উইকেটকিপার। তার ব্যাটটি সাবেক পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদি কিনে নেন ১৭ লাখ টাকায়। এর আগে গত ২৩ এপ্রিল ‘দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশন’-এর তহবিল সংগ্রহে সাকিব ২০১৯ বিশ্বকাপে খেলা ব্যাট নিলামে তোলেন। অনেক আগ্রহীর মধ্যে ২০ লাখ টাকায় রানের ফোয়ারা ছোটানো সাকিবের ‘এসজি’ ব্যাট নিজের করে নেন রাজ নামের যুক্তরাষ্ট্র প্রবাসী এক বাংলাদেশি। ক্রিকেটারদের প্রিয় স্মারকগুলো হাতছাড়া হওয়াকে ‘দুঃখজনক’ হিসেবে উলেল্রখ করেছেন নাজমুল। তবে সেগুলো ফিরিয়ে আনার চেষ্টা করবেন তিনি। নাজমুল হাসান বলেন, ‘এটা খুবই দুঃখজনক। আমি (স্মারকগুলো ফিরিয়ে আনার) উদ্যোগ নেবো তো অবশ্যই। সবসময়ই ইচ্ছা ছিল। আমরা তো নিলামে অংশগ্রহণ করতে পারি না। বিসিবি তো কোনোভাবে নিলামে আসতে পারে না। পরে আমরা চেষ্টা করব কিভাবে রাখা যায়। যদি সুযোগ থাকে, সেগুলোকে আমরা ফেরত আনার চেষ্টা করব।’ এদিকে আগামী জুলাইতেই শ্রীলংকা বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ আয়োজনে আগ্রহী। তবে শ্রীলংকা চাইলেই যে সব হবে না, সেটা স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। নাজমুল হাসান বলেন, ‘দেখেন শ্রীলংকা আয়োজক (সিরিজ আয়োজন) করতে চাইলেই তো হলো না। আমরা পাঠাতে পারব কিনা, আমাদের খেলোয়াড়দের পাঠানো ঠিক হবে কিনা এই মুহূর্তে, কোথায় থাকবে, কী করবে- এগুলো সহজ সিদ্ধান্ত না। একটা জায়গা এখন ভালো আছে, একমাস পওে দেখা গেল আবার হচ্ছে ওখানটায়। এই মুহূর্তে তো দুই মাস পরের পরিস্থিতি সম্পর্কে বলা যাচ্ছে না।’

অনলাইন আপডেট

আর্কাইভ