ঢাকা,শুক্রবার 26 April 2024, ১৩ বৈশাখ ১৪৩০, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী
Online Edition

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ২ লাখ ৮৭ হাজার ছাড়িয়েছে

সংগ্রাম অনলাইন ডেস্ক: বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারিতে প্রতিনিয়ত মৃতের সংখ্যা বাড়ছে, বাড়ছে আক্রান্তের সংখ্যাও। মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৮৭ হাজার ২৯৩ জনে।এ পর্যন্ত সারা বিশ্বে কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৭ হাজার ১৪৪ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত ২৪ লাখ ৪০ হাজার ৩৬৩ জনের মধ্যে স্থির অবস্থায় রয়েছেন ২৩ লাখ ৯৪ হাজার ১৮৫ জন, যা মোট আক্রান্তের ৯৮ শতাংশ।

এছাড়া, বর্তমানে আক্রান্ত ৪৬ হাজার ৯৩৬ জন গুরুতর অবস্থায় রয়েছেন, যা মোট রোগীর মাত্র দুই শতাংশ।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোতে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা কমে আসলেও বেড়েছে ইউরোপের আরেক দেশ রাশিয়ায়। এছাড়া আক্রান্ত বেড়েছে ব্রাজিল, ভারত, সৌদি আরব, বাংলাদেশসহ কয়েকটি দেশে।

করোনায় আক্রান্তের সংখ্যায় ইতালি এবং ফ্রান্সকেও ছাড়িয়ে গেছে রাশিয়া।

রাশিয়ায় একদিনেই বেড়েছে ১১ হাজার ৬৫৬ জন, ভারতে ৩ হাজার ৬০৭ জন, সৌদি আরবে ১৯৬৬ জন।

গত বছর ডিসেম্বরে চীনের উহান থেকে সংক্রমণ শুরু হয়। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর এখানেও বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

করোনাভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে সোমবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশে নতুন করে আরও এক হাজার ৩৪ জন আক্রান্ত হয়েছে এবং একদিনে ১৩ জনের মৃত্যুসহ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৯জনে।

ডিএস/এএইচ

অনলাইন আপডেট

আর্কাইভ