শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

বিশ্ব মা দিবসে ক্রিকেটারদের আবেগঘন বার্তা

স্পোর্টস রিপোর্টার : গতকাল ছিল ১০ মে। বিশ্ব মা দিবস। মায়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসার জন্য কোনো আলাদা দিনের প্রয়োজন না হলেও বিশ্বব্যাপী দিনটি পালিত হচ্ছে বিশ্ব মা দিবস হিসেবে। বিশ্ব মা দিবসে ক্রিকেটাররা মায়েদের শ্রদ্ধা ও ভালোবাসায় ভরা আবেগঘন বার্তা দিয়েছেন। করোনাভাইরাসের কারণে গৃহবন্দি হয়ে থাকা ক্রিকেটাররা মায়ের প্রতি ভালোবাসা প্রকাশে বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম। তারা ছবি পোস্ট করার পাশাপাশি নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন। ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে সাকিব আল হাসান করোনাকালকে গুরুত্ব দিয়ে লিখেছেন,‘মায়েরা ছোটবেলা থেকেই আমাদের সর্বাত্নক যত্ন নিয়ে এসেছেন। আমাদেরকে ভালো-খারাপ, সতর্কতা এবং অসতর্কতার মধ্যে পার্থক্য করতে শিখিয়েছেন। করোনাভাইরাসের এই মহামারি চলাকালীন সময়ে তাদের যত্ন নেওয়া তাই আমাদের দায়িত্ব। মনে রাখতে হবে, বয়সের কারণে তাদের করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই তাদের প্রতিনিয়ত মনে করিয়ে দেই সামাজিক দূরত্ব এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার নিয়মগুলো মেনে চলার। এখন আমাদের দায়িত্ব তাদের সর্বাত্মক খেয়াল রাখার।’ এদিকে মুশফিক তার মা ও স্ত্রীর ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন,‘সকল মায়েদের প্রতি ভালোবাসা রইল। এটা বলে বোঝানো যাবে না, প্রতিদিন তারা তাদের পরিবারের জন্য কী পরিমাণ ত্যাগ স্বীকার করে। মা দিবসে সকল মা-কে শুভেচ্ছা। আমাদের জীবনের সেরা আর্শীবাদ।’ সাদমান ইসলাম তার মায়ের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন,‘হ্যাপি মার্দাস ডে।’ সাব্বির রহমান মায়ের ছবি পোস্ট করে লিখেছেন, ‘পৃথিবীর সকল মায়েদের মা দিবসের শুভেচ্ছা। মাকে কতটা ভালোবাসি সেটা কোনও শব্দ দিয়েই প্রকাশ করা যাবে না। সকল মায়েদের মঙ্গল হোক।’ লিটন কুমার দাশ মায়ের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন,‘তোমাকে ভালোবাসি মা। তোমাকে সব সময় অনুভব করি। এই কোয়ারেন্টাইনে তোমার পাশে থাকতে পারছি না...ভগবান কৃষ্ণ যেন  তোমাকে সব সময় সুস্থ রাখে এটাই চাই। অনেক মিস করছি তোমাকে। মা দিবসের শুভেচ্ছা।’ মুস্তাফিজুর রহমান মায়ের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন,‘আমার সাফল্যের সকল অনুপ্রেরণা তুমি মা! তোমার সহযোগীতা ছাড়া আমি আজ এখানে থাকতে পারতাম না। তোমাকে প্রচন্ড ভালোবাসি মা। সকলকে মা দিবসের শুভেচ্ছা।’ ক্রিকেট কোচ ও সংগঠক নাজমুল আবেদিন ফাহিম গ্রাম বাংলার মায়েদের কষ্টের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমাদের মা। ছবিতে দেখা যাচ্ছে, মা তার শিশু পুত্রকে গামছা দিয়ে কাঁধে বেঁধে ধানের চারা রোপন করছেন।’

অনলাইন আপডেট

আর্কাইভ