শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

রামগতিতে টানা বৃষ্টিতে সয়াবিনসহ রবি শস্যের ব্যাপক ক্ষতির আশংকা

রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা: লক্ষ্মীপুরের রামগতিতে অতিবৃষ্টিপাতের কারণে উপজেলার বিভিন্ন এলাকায় ও চরাঞ্চলে আবাদকৃত মৌসুমের প্রধান ফসল সয়াবিনসহ অন্যান্য রবি শস্যের ব্যাপক ক্ষতির আশংকা দেখা দিয়েছে। গত কয়েক দিনের টানা বৃষ্টির পানিতে নিমজ্জিত হয়ে নষ্ট হতে যাচ্ছে ক্ষেতের আধা-পাকা সয়াবিন, বাদাম, মরিচ, ডাল জাতীয় ফসলসহ মাঠের সব রবিশস্য।
এতে সব পূজিঁ হারিয়ে বড় রকমের ক্ষতির মূখে পড়ার আশংকা করছেন উপজেলার কৃষকরা। এসময়ে শস্য ঘরে তোলার আগ মুহূর্তে অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন অনিশ্চিত হয়ে পড়েছে। মুষলধারে বৃষ্টিতে ম্লান করে দিয়েছে কৃষকের স্বপ্ন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলায় এবার প্রায় ২০ হাজার হেক্টর জমিতে সয়াবিনসহ রবি শস্যের আবাদ করা হয়েছে। এর মধ্যে ১৫ হাজার ৫শ’ হেক্টর জমিতে সয়াবিন, ২ হাজার ৫শ’ হেক্টর জমিতে বাদাম, এক হাজার ৫০ হেক্টর জমিতে মুগডাল, ৬শ’ হেক্টর জমিতে মরিচ, ২শ’ হেক্টর জমিতে হেলনডাল, একশ’ ৫০ হেক্টর জমিতে মিষ্টি আলু, ৩০ হেক্টর জমিতে ভুট্টার আবাদ করা হয়েছে। টানা দুই সপ্তাহের বৃষ্টিতে অর্ধেকেরও বেশী আবদী জমি এখন পানিতে নিমজ্জিত রয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে এসব ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার আশংকা রয়েছে বলে ধারণা করছে উপজেলা কৃষি বিভাগ।
চর নেয়ামত এলাকার কৃষক আলাউদ্দিন সরদার বলেন, তার তিন একর জমিতে সয়াবিন, এক একর জমিতে মুগডাল, ৪০ শতক জমিতে ভুট্টার চাষ করেন। এতে তার খরচ হয়েছে প্রায় ৫০ হাজার টাকা। গত কয়েক দিনের অতি বৃষ্টিতে সব ফসল পানিতে তলিয়ে যাওয়ায় সে প্রায় দেড় লাখ টাকার ক্ষতির মধ্যে পড়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ