ঢাকা, শুক্রবার 29 March 2024, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

লকডাউনে ঢামেক পুলিশ ফাঁড়ি

সংগ্রাম অনলাইন ডেস্ক: ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল পুলিশ ফাঁড়ি লকডাউন করা হয়েছে। দায়িত্বরত পুলিশ পরিদর্শক করোনায় আক্রান্ত হওয়ায় সোমবার রাতে ফাঁড়িটি লকডাউন করা হয়। একইসঙ্গে সেখানে কর্মরত সব পুলিশ সদস্যকে আইশোলেশনে পাঠানো হয়েছে।

এ বিষেয়ে আক্রান্ত পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মাঝে মাঝে জ্বর অনুভব করায় তিনি গত শনিবার (২ মে) ঢাকা মেডিকেল কলেজে ভাইরোলজি বিভাগে করোনা পরীক্ষার জন্য প্রদান করেন। সোমবার সন্ধ্যার পর রিপোর্টে জানা যায় করোনা পজিটিভ এসেছে। তিনি রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

ফাঁড়িতে তার অধীনে আট পুলিশ সদস্য ও দুজন আনসার কর্মরত ছিলেন। তাদেরও আইশোলেশনে পাঠানো হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার এস এম শামীম বলেন, ফাঁড়ি  লকডাউন হওয়ায় সেখানে এখন আর কোনও পুলিশ সদস্য অবস্থান করবেন না। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে শাহবাগ থানা থেকে দুটি মোবাইল টিম পাঠানো হবে।

ডিএস/এএইচ

অনলাইন আপডেট

আর্কাইভ