শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

মহান মে দিবস উপলক্ষে সিপিবি চট্টগ্রাম জেলার উদ্যোগে শারীরিক দূরত্ব বজায় রেখে আলোচনা সভা অনুষ্ঠিত

মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, চট্টগ্রাম জেলার উদ্যোগে বেলা ১১টায় শারীরিক দুরত্ব বজায় রেখে নগরীর হাজারীগলিস্থ পার্টি অফিসে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়। সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মৃণাল চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য  রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড মোঃ শাহ আলম, সিপিবি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক অশোক সাহা, নারী নেত্রী রেখা চৌধুরী, হারাধন দে, যুব নেতা উজ্জ্বল শিকদার, শ্যামল লোধ এবং রাশিদুল সামির। নেতৃবৃন্দ বলেন, বর্তমান বিশ্ব এক ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। করোনা-মহাসংকটে সবচেয়ে হুমকির মধ্যে পড়েছেন দেশের শ্রমজীবী মানুষ। ‘দিন আনা দিন খাওয়া’ শ্রমজীবী মানুষ কাজ হারিয়ে করোনা আতঙ্ক আর ক্ষুধা আতংকের মধ্যে দিন কাটাচ্ছেন। সরকার নিরন্ন মানুষের ঘরে খাবার পৌঁছে দেয়ার কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি। বরাদ্দের সামান্য চালও লুটপাট হয়ে যাচ্ছে। করোনাভাইরাস পুঁজিবাদী সমাজের বিভৎস রূপ তুলে ধরেছে। নেতৃবৃন্দ আরও বলেন, মুনাফার জন্য লুটেরা মালিকশ্রেণি কতটা বেপরোয়া, দায়িত্বহীন, হিংস্র হতে পারে, তা চলমান করোনা-মহাসংকটকালে আবারও স্পষ্ট হয়েছে। হাজার হাজার শ্রমিককে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে গার্মেন্টস মালিকরা। সরকারের সঙ্গে যোগসাজসে মালিকরা চাকরিচ্যুতির ভয় দেখিয়ে হাজার হাজার শ্রমিককে শত শত মাইল পায়ে হেঁটে আসতে বাধ্য করেছে। অনেক গার্মেন্টে লে-অফ, শ্রমিক ছাঁটাই চলছে। করোনাভাইরাসের আতঙ্কের মধ্যেই বকেয়া বেতনের দাবিতে প্রতিদিনই শ্রমিকদের রাস্তায় নামতে হচ্ছে। সরকার ও মালিকদের করোনাভাইরাস মোকবিলায় চলমান ‘সাধারণ ছুটি’র মধ্যেই বে আইনিভাবে শ্রমিকদের বেতনের ৪০ শতাংশ কেটে নেয়া হচ্ছে। দেশবাসী মুনাফালোভীদের আস্তাকুড়ে নিক্ষেপ করবে।
নেতৃবৃন্দ সব ধরনের শোষণ-নির্যাতনের বিরুদ্ধে শ্রমিকশ্রেণিকে ঐক্যবদ্ধ তীব্র সংগ্রাম গড়ে তোলার আহবান জানিয়ে বলেন, মে দিবসের বিপ্লবী প্রেরণায় উজ্জীবিত হয়ে শ্রমিকশ্রেণির লাল ঝান্ডা ঊর্ধ্বে তুলে ধরে অধিকার আদায় করে নিতে হবে। শোষণমুক্ত সমাজ তথা সমাজতন্ত্র-সাম্যবাদ কায়েমের বিপ্লবী লড়াইকে অগ্রসর করতে নতুন করে শপথ নিতে হবে। প্রেস বিজ্ঞপ্তি

অনলাইন আপডেট

আর্কাইভ