ঢাকা, শুক্রবার 29 March 2024, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

উমর আকমলকে কঠিন শাস্তি দেয়া হয়েছে : কামরান আকমল

 

স্পোর্টস রিপোর্টার : তিন বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন পাকিস্তানের ডান-হাতি ব্যাটসম্যান উমর আকমল। ম্যাচ ফিক্সিংএর প্রস্তাব গোপন করার দায়ে সব ধরনের ক্রিকেট থেকে তাকে নিষিদ্ধ করা হয়েছে। উমরের এমন শাস্তি দেখে অবাক হয়েছেন তার বড় ভাই কামরান আকমল। উমরকে কঠিন শাস্তি দেয়া হয়েছে বলে মনে করেন তিনি। কামরান বলেন,‘উমরকে দেয়া নিষেধাজ্ঞায় আমি হতবাক। তাকে অনেক বড় শাস্তি দেয়া হয়েছে। তিন বছরের নিষেধাজ্ঞা অনেক  বেশি কঠিন শাস্তি। একই কারনে বা আরও বেশি অপরাধে অন্যান্য ক্রিকেটাররা অনেক কম শাস্তি পেয়েছিলো। অথচ উমরকে কঠিন শাস্তি দেয়া হলো। যা উচিত হয়নি।’ আইনের মাধ্যমে শাস্তি কমানোর জন্য মাঠে নামবেন বলে জানালেন কামরান, তিনি বলেন,‘এটি অনেক বেশি শাস্তি। তাই আমরা এই শাস্তি কমানোর জন্য সকল চেষ্টা করবো। প্রয়োজনে আইনের আশ্রয় নিবো। খুব দ্রুতই এ বিষয় নিয়ে আমরা কাজ শুরু করবো। এই শাস্তির বিরুদ্ধে আপিল করবো আমরা।’ একই ধরনের অপরাধে কয়েক মাস আগে পাকিস্তান ডিসিপ্লিনারি কমিটি দেশের দুই ক্রিকেটার মোহাম্মদ ইরফান ও মোহাম্মদ নাওয়াজকে শাস্তি দিয়েছিলো। ইরফান ৬ মাসের ও নাওয়াজ ২ মাসের নিষেধাজ্ঞা পেয়েছিলেন। ৫৭ টেস্ট, ১৫৩ ওয়ানডে ও ৫৮ টি-টোয়েন্টি খেলা কামরান আরও জানান, একই অপরাধের জন্য যেখানে অন্য ক্রিকেটারদের কম শাস্তি দেওয়া হয়েছে সেখানে তাঁর ভাইকে দেওয়া এমন শাস্তি দেওয়ার কারণ বুঝে উঠতে পারছেন না তিনি। এ নিয়ে কামরান আরও যোগ করেন,‘আমি আসলে এখনও বুঝতে পারছি না, একই অপরাধের জন্য অন্য ক্রিকেটারদের কম সময়ের নিষেধাজ্ঞা দিলেও উমরকে কেন এতটা কঠোর শাস্তি দেওয়া হলো।’

অনলাইন আপডেট

আর্কাইভ