ঢাকা, শুক্রবার 29 March 2024, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

এবার ফুটবল মৌসুম স্থগিত করলো তাজিকিস্তান

স্পোর্টস রিপোর্টার : করোনা ভাইরাসের কারনে বিশ্ব ক্রীড়াঙ্গন স্থবির হলেও এতদিন ফুটবল লিগ চলছিল তাজিকিস্তানে। এর কারন হচ্ছে যে কয়টি দেশ এখনও করোনাভাইরাসে আক্রান্ত হয়নি, তার মধ্যে অন্যতম তাজিকিস্তান। চীনের সঙ্গে সীমান্ত থাকার পরেও সংক্রমণের কোনও ঝামেলা ছাড়া দেশটিতে এতদিন চলেছে ঘরোয়া ফুটবল লিগ। কিন্তু পূর্বসতর্কতামূলক অংশ হিসেবে দেশটির সরকার অবশেষে ফুটবল মৌসুম স্থগিতের ঘোষণা দিয়েছে। এই স্থগিতাদেশ চলবে ১০ মে পর্যন্ত।

তাজিক ফুটবল ফেডারেশন বলেছে, সোমবার থেকে চালু হচ্ছে এই স্থগিতাদেশ। তবে রোববারের ম্যাচগুলি যথারীতি অনুষ্ঠিত হবে, থাকবে না কোনও দর্শক। কোনও সংক্রমণ না ঘটলেও আগের ম্যাচগুলিও দর্শক ছাড়াই মাঠে গড়িয়েছে দেশটিতে।

আচমকা এমন সিদ্ধান্ত নেওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। সম্প্রতি দেশটিতে নিউমোনিয়া ও সন্দেহজনক সোয়াইন ফ্লু বেড়ে যাওয়াতেই উদ্বেগ বেড়েছে।

এই কারণে শনিবার থেকে দুই সপ্তাহ স্কুল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সরকার। মজুদ ঠিক রাখতে নিষিদ্ধ করা হয়েছে বিভিন্ন খাদ্যশস্য রফতানি।

 

অনলাইন আপডেট

আর্কাইভ