ঢাকা, শুক্রবার 29 March 2024, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

ঘরে থাকার আহ্বান জানিয়ে নগরবাসীকে দুই মেয়রের শুভেচ্ছা

 

স্টাফ রিপোর্টার: করোনাভাইরাসের ভয়াবহতা থেকে মুক্তি পেতে নগরবাসীকে ঘরে থাকার আহ্বান করে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন ও আতিকুল ইসলাম। মঙ্গলবার পৃথক দুই এসএমএসের মাধ্যমে নগরবাসীর প্রতি এই আহ্বান জানান তারা।

এদিকে, উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম তার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলেন, ‘সম্পূর্ণ এক ভিন্ন পরিস্থিতিতে আমাদের জীবনে এলো নতুন আরেকটি বছর। নতুন বছরে আমাদের প্রত্যাশা থাকবে— পৃথিবী থেকে যেন করোনা মুছে যায়। করোনা প্রতিরোধে আমরা ঘরে থাকবো, প্রয়োজনীয় নির্দেশনা মেনে চলবো— নতুন বছরে এই হোক আমাদের অঙ্গীকার। শুভ নববর্ষ।’

দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বর্তমান মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ‘আমাদের বিশ্বাস যে আঁধার আমাদের ঘিরে ধরেছে, সেটি একদিন কেটে যাবেই। আসুন দেশ, জাতি, পরিবার ও আত্মীয়-স্বজনদের রক্ষায় ঘরে অবস্থান করি। পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়াই। নববর্ষের এটিই হোক আমাদের অঙ্গীকার। শুভ নববর্ষ।’

 

অনলাইন আপডেট

আর্কাইভ