বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

করোনায় কমছে ভারতীয় ক্রিকেটারদের বেতন

করোনাভাইরাসের কারণে ভারতীয় ক্রিকেটারদের বেতন কাটা হতে পারে। এমন আভাসই দিয়েছেন ইন্ডিয়ান ক্রিকেটারস অ্যাসোসিয়েশনের সভাপতি অশোক মালহোত্রা।তিনি জানিয়েছেন, পরিস্থিতি যা তাতে ক্রিকেটারদের বেতনে কাটছাঁট করার সম্ভাবনা খুব বেশি। করোনাভাইরাসের কারণে বাতিল হওয়ার পথে আইপিএল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) বাতিল হলে আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

অশোক মালহোত্রা টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছেন, বিসিসিআই একটা কোম্পানি, যদি কোম্পানি আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয় তাহলে তার অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের বেতন কমবে সেটাই স্বাভাবিক।অশোক মালহোত্রা আরও বলেছেন, আমি জানি ক্রিকেটারদের বেতন কমানো উচিত নয়। তবে এটাও বুঝতে হবে বিসিসিআইও আর্থিকভাবে লাভবান হচ্ছে না। তাই ক্রিকেটারদের বেতন কমতেই পারে।ইন্টারনেট

অনলাইন আপডেট

আর্কাইভ